কর্ণাটক- ২৪১ & ১৫১
ত্রিপুরা- ২০০ & ৫৯/৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। সরাসরি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ত্রিপুরা। কর্ণাটক জয় করতে শেষ দিন সোমবার ত্রিপুরার দরকার আরও ১৩৪ রান। হাতে রয়েছে ৭ উইকেট। ব্যাটসম্যান-রা যদি নিজেদের দায়িত্ব যথাযথ পালন করতে পারেন তাহলে মরশুমে দ্বিতীয জয় পাবে ত্রিপুরা। অপরদিকে কর্ণাটকও চাইবে বোলারদের হাত ধরে জয়ে ফিরতে। ফলে শেষ দিন ২২ গজের লড়াই হবে জমজমাট। সফররত দলের ২৪১ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ২০০ রান করে। ৪১ রানে এগিয়ে থেকে ত্রিপুরার বোলারদের পাল্টা আক্রমণে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় কর্ণাটক। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৩ উইকেট হারিয়ে ৫৯ রান করে। দ্বিতীয দিনের ৯ উইকেটে ১৯৮ রান নিয়ে খেলতে নেমে রবিবার আরও ২ রান যোগ করার পর শেষ উইকেটটি হারায় ত্রিপুরা। ৪১ রানে লিড নিয়ে দ্বিতীয ইনিংসে খেলতে নেমেই ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণের মুখে পরে ক্রমাগত উইকেট হারাতে থাকে সফররত দল। কর্ণাটক ৫১.৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৫১ রান করতে সক্ষম হয়। ৭ নম্বরে ব্যাট করতে নেমে উইকেট রক্ষক এস সরথ যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে কর্ণাটকের স্কোর ১০০ রানের গন্ডি পার হতো না। সরথ ৯৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করেন। এছাড়া দলের পক্ষে কিষান এস বেদারে ৫৯ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪২, ভি ভাইসাক ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং দলনায়ক ময়াঙ্ক আগরওয়াল ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়াসিং ২৯ রানে এবং রাণা দত্ত ৩৯ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৩ উইকেট হারিয়ে ৫৯ রান করেন। সুদীপ চ্যাটার্জি ৫২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রানে এবং গণেশ সতীশ ২৮ বল খেলে ৩ রানে অপরাজিত রয়েছেন। শ্রীদাম পাল ৩৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন।