ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। যে উদ্দেশ্য নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে মাঠে আসা তা যেন শতভাগ সার্থক হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগরতলা শাখার ম্যানেজার তথা বহুগুণে গুণান্বিত মনোজ কুলকার্নি ওনার সংক্ষিপ্ত ভাষণে স্বীকার করেছেন। ক্রিকেটীয় ভাষায় জয় পরাজয়কে পাশে সরিয়ে রেখে ব্যস্ততম দুটো পেশা জগতের লোকদের মধ্যে ছুটির দিনের আমেজটা মত বিনিময়ের মাধ্যমে পুরোপুরি সার্থক হয়েছে বলা চলে। সাংবাদিক ক্রিকেটারদের নিয়ে গড়া দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আজ আরও একটা রবিবাসরীয় প্রীতি ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে ৭ উইকেটের ব্যবধানে আরবিআই আগরতলা শাখার স্টাফ একাদশকে হারিয়ে। টস জিতে জেআরসি-র ক্যাপ্টেন অভিষেক দে আরবিআই স্টাফ একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে সীমিত ওভারের খেলায় ৫৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য করে। দলের পক্ষে আশীষের ১৪ রান এবং শুভ্র-র ১০ রান কিছুটা উল্লেখ করার মতো। জেআরসি-র বোলার জাকির হোসেন ১৬ রানে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরার সুদৃশ্য ট্রফি পান। এছাড়া, অভিষেক দে ১৭ রানে তিন উইকেট, বিশ্বজিৎ দেবনাথ ৪ রানে ২ উইকেট এবং অনির্বাণ দেব ও বাপন দাস একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জেআরসি-র ওপেনার সুব্রত দেবনাথের ১৩ রান, বাপন দাসের ২৫ রান, মেঘধন দেব-এর ১১ রানের পাশাপাশি মৃদুল চক্রবর্তীর অপরাজিত ১১ রান ও তাপস দেব-এর ২ রান দলকে সহজ জয় এনে দেয়। তবে এই জয়ের পেছনে প্রসেনজিৎ সাহা, মিল্টন ধর, কৌশিক সমাজপতি, দিব্যেন্দু দে, বিষ্ণুপদ বণিকের ভূমিকাও অনস্বীকার্য। খেলা শেষে মাঠেই সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে আরবিআই আগরতলা শাখা প্রবন্ধক মনোজ কুলকার্নি, জেআরসি-র সভাপতি তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ এবং সচিব অভিষেক দে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে ধন্যবাদ সূচক বক্তৃতায় অভিষেক দে উপভোগ্যকর ম্যাচ উপহার দেওয়ায় দু’দলের খেলোয়াড়দের এবং আগরতলা শাখা প্রবন্ধক, আম্পায়ার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আগামী দিনেও এ ধরনের ম্যাচ জারি থাকবে বলে আশা ব্যক্ত করেন