More
    HomeSports Newsসাহানির পারফরম্যান্সে ওপিসিকে নকআউট করে শেষ আটে হার্ভে

    সাহানির পারফরম্যান্সে ওপিসিকে নকআউট করে শেষ আটে হার্ভে

    হার্ভে-‌২৯৫
    ও পি সি-‌ ১৭৬

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ব্যাট হাতে অর্ধশতক, বল হাতে চার উইকেট। দুর্দান্ত জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনালে হার্ভে ক্লাব। শেষ চারে যাওয়ার লক্ষ্যে হার্ভে খেলবে শক্তিশালী ইউনাটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে। ২৯ এপ্রিল হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেট আসরে। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হার্ভে ১১৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে ও পি সি-‌কে। প্রথমে ব্যাট নিয়ে হার্ভের গড়া ২৯৫ রানের জবাবে ও পি সি ১৭৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের স্বরব সাহানি প্রথমে ব্যাট হাতে অর্ধশতরান করার পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে জয়ের নায়ক হয়ে যান। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে হার্ভে ক্লাব ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৫ রান করে। দলের প্রায় সকল ব্যাটসম্যানই কিছুটা রান পাওয়ায় বিশ্বজিৎ পালের দল বড় সস্কোর গড়তে পেরেছে। দলের পক্ষে রোহিত ঘোষ ৪৪ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, স্বরব সাহানি ৪০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ (‌অপ:‌), অর্কজিৎ রায় ৫০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৩৬, দলনায়ক রিয়াজ উদ্দিন ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯,সাহিল সুলতান ৩৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৭, রাজদীপ দত্ত ২০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং আরমান হোসেন ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন।দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। ও পি সি-‌র পক্ষে দীপেন বিশ্বাস ৩৬ রানে ৪ টি এবংমনিষ মাউরা ৪৪ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে স্বরব সাহানি এবং সাহিল সুলতানের ভেলকিতে কুপোকাৎ ও পি সি।গুটিয়ে যায ১৭৬ রানে। দলের পক্ষে নবারূণ চক্রবর্তী ৪১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, অর্কজিৎ দাস ২৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭,রীতায়ন দে ৫০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং অর্কদ্যুতি দেব ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। হার্ভের পক্ষে স্বরব সাহানি ৩৫ রানে ৪ টি, সাহিল সুলতান ২৬ রানে এবং অর্কজিৎ রায় ৩২ রানে ৩ টি করে উইকেট দখল করেন। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে স্বরাব সাহানি পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img