More
    HomeJob২২৬ জন জুনিয়র পি.আই নিয়োগ করবে সরকার, সিদ্ধান্ত ক্যাবিনেটের

    ২২৬ জন জুনিয়র পি.আই নিয়োগ করবে সরকার, সিদ্ধান্ত ক্যাবিনেটের

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। দক্ষ ক্রীড়াবিদদের জন্য দারুন খবর। ২২৬ জন জুনিয়র শারির শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। এর জন্য ক্যাবিনেটে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার মহাকরণে ক্যাবিনেটের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। খুব শীগ্রই যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে ইন্টারভিউ নেয়া হবে তাদের। মাধ্যমিক পাশ অবশ্যই হতে হবে জুনিয়র শারীর শিক্ষকদের। তৎসঙ্গে জাতীয় আসর, কিংবা রাজ্য ভিত্তিক আসরে মেডেল প্রাপকরা অংশগ্রহণ করতে পারবে এই পরীক্ষায়। পরীক্ষা হবে, ফিজিকেল টেস্ট হবে প্রথম ধাপে। এরপর পরীক্ষা হবে ৮৫ নম্বরের। তৃতীয় ধাপে হবে ১৫ নম্বরের ভাইবা। এরপরই নিয়োগপত্র পাবেন যোগ্যরা। উল্লেখ্য, আগে একবার ১০০ জন জুনিয়র পি.আই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ার অধিকাংশ ধাপ, এমন কি লিখিত পরীক্ষা পর্যন্ত হয়ে যাওয়ার পর অনিবার্য কারণে তা বাতিল করা হয়েছিল। বর্তমান সময়ে নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেটের এই সিদ্ধান্তে বেকার মহলে বিশেষ করে দক্ষ ক্রীড়াবিদদের মধ্যে দারুন উৎসাহের বাতাবরণ তৈরি হবে বলে অনুমান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img