ত্রিপুরা: ২৬৬, ১৬৩
আসাম: ২৪৮, ১৩২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ত্রিপুরা। পঞ্চম ম্যাচের মাথায়, আসাম কে হারিয়ে। সন্দীপ সরকারের বিধ্বংসী বোলিং। প্রথম ইনিংসে ২৮ রানে দুই উইকেটের পর, দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে আট উইকেট। এক কথায় দুই ইনিংসে সন্দীপের ১০ উইকেট তুলে নেওয়ার সুবাদে আসাম অনেকটাই কুপোকাৎ। ত্রিপুরা শেষ পর্যন্ত চারদিনের ম্যাচ তিনদিনেই জয় তুলে নিল ৪৯ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে ১৮ রানে লিড নিতেই ত্রিপুরা দলের সামনে জয়ের হাতছানি প্রকট হয়ে উঠেছিল। আজ, মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে ত্রিপুরা দল তাদের দ্বিতীয় ইনিংস ২৬৩ রানে শেষ করলে, জবাবে ব্যাট করতে নামে আসাম দল। সামনে টার্গেট দাঁড়ায় ১৮২ রানের। সে অবস্থায় সন্দীপের বিধ্বংসী বোলিং আসাম শিবির কে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দেয়। ৩১.৪ ওভার খেলে আসাম ১৩২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। নীহার ডেকা সর্বোচ্চ ৩০ রান পায়। স্থানীয় এমবিবি স্টেডিয়ামে বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ২৩ পুরুষদের কর্নেল সি-কে নাইডু ট্রফি ক্রিকেটে গ্রুপ লীগের পঞ্চম ম্যাচে রাজ্য দল ৪৯ রানের ব্যবধানে প্রথম জয় পেয়েছে। ত্রিপুরার প্রথম ইনিংসে সমৃদ্ধ ২৬৬ রানের জবাবে প্রতিপক্ষ আসাম ২৪৮ রানে তাদের প্রথম ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। ১৮ রানে লিড নিয়ে ত্রিপুরা দল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে সাত ওভারে ২ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছিল। প্রথম ইনিংসে ত্রিপুরা দলের ওপেনার দিপজয় দেবের ৭৮ রান এবং ইন্দ্রজিৎ দেবনাথ এর ৪৮ রানের পাশাপাশি আসাম দলের জিতু আলীর ৬৮ রান উল্লেখ করার মতো। দুর্দান্ত বোলিং এর স্বীকৃতি স্বরূপ সন্দীপ সরকার-ই হলো ম্যান অফ দ্যা ম্যাচের দাবিদার।