More
    HomeSports Newsপঞ্চম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে আগামীকাল

    পঞ্চম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে আগামীকাল

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পঞ্চম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে প্রতিযোগিতা আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে হবে আসর। ওই দিন সকাল সাড়ে ১০ টায় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, সচিব সুজিত রায়, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, যুগ্ম সচিব স্বপন সাহা, উদ্যোক্তা সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত, সহ-সভাপতি অধীর দেবরায় এবং ২৪ নং ওয়ার্ডের কর্পোরেটর সুখময় সাহা। দুপুর আড়াইটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি সরযু চক্রবর্তী। আসরে ৭ জেলার প্রায় ৩৪০ জন খেলোযাড় অংশ নেবে। শনিবার বিকেলেই বিভিন্ন মহকুমার খেলোয়াড়রা রিপোর্ট করবে। সাব-জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র – এই তিন বিভাগে হবে প্রতিযোগিতা। ৫ মে কলকাতায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্যারাটে উৎসব। ওই আসরে অংশ নিতে ৬ সদস্যের ত্রিপুরা দল এবারের আসর থেকে বাছাই করা হবে। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর এ খবর জানান। এদিকে রাজ্য আসরে সদর মহকুমার খেলোয়াড়রা যাতে ভালো ফলাফল করতে পারে তা মাথায় রেখে আশ্রম চৌমুহনী সংলগ্ন শতদল সঙ্ঘে জোড় কদমে প্রস্তুতি চলছে। ‌

    Previous article

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img