ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। প্রত্যাশিত তিন শতাধিক রান পায়নি চাম্পামুড়া কোচিং সেন্টার। তবে বোলাররা অনেকটাই আত্মবিশ্বাস জাগিয়ে তুলছেন। তাদের চেষ্টা রয়েছে জিবি প্লে সেন্টারকে আগামীকাল ২০০ রানের মধ্যে আটকে দেওয়া। এদিকে জিবি প্লে সেন্টারও মুখিয়ে রয়েছে চ্যালেঞ্জিং স্কোর ২৬৯ রান টপকে টিসিএ আয়োজিত এবারকার সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে চ্যাম্পিয়ন খেতাবে নিজেদের দাবিদার করে তুলতে। পয়েন্ট সমান হলেও রান রেটের নিরিখে কিছু হয় কিনা তাই দেখার। আগামীকাল দু-দলের লড়াই থেকে কি রেজাল্ট বেরিয়ে আসে তাই এখন দেখার বিষয়। সুপার ফোরের তৃতীয় রাউন্ডের খেলায় চাম্পামুড়া কোচিং সেন্টার ও জিবি প্লে সেন্টারের গুরুত্বপূর্ণ দুদিনের ম্যাচ আগামীকাল শেষ হচ্ছে। তালতলা স্কুল গ্রাউন্ডে আজ, মঙ্গলবার ম্যাচের প্রথম দিনে সকালে ম্যাচের শুরুতে টস জিতে চাম্পামুড়া কোচিং সেন্টার অন্য দুটি ম্যাচের মতোই প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং দিনভর খেলে ৮৮.৫ ওভারে ২৬৯ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে অধিনায়ক অর্কজিৎ সাহার অনবদ্য শত রান যথেষ্ট উল্লেখযোগ্য। অর্কজিৎ ১৬৬ বল খেলে ২৩ টি বাউন্ডারি হাঁকিয়ে ১৩১ রান পায়। এছাড়া, সন্দীপন দাসের ৩৯ রান ও গৌরব রাজ সাহার ৩২ রান কিছুটা উল্লেখ করার মতো। জিবি প্লে সেন্টারের অধিনায়ক উজ্জ্বয়ন বর্মন ৪২ রানে চারটি, ছোটন মিয়া ৫৩ রানে তিনটি এবং মৈয়াঙ্ক মাভি, রাজদীপ দেবনাথ, অভিনব লস্কর একটি করে উইকেট পেয়েছে।