ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর।।
দুরন্ত আকাশ হোসেন। ব্যাট হাতে করলো ঝড়ো অর্ধশতরান। আকাশের কঁাধে ভর দিয়েই মহকুমার সেরা হলো আমজাদনগর স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ছোটদের ক্রিকেটে। রবিবার আমজাদনগর মাঠে হয় খেতাব নির্ণায়ক ম্যাচটি। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে আমজাদনগর নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। দলের পক্ষে আকাশ হুসেন ৬৪ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬৬ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে রহিদ মিঁয়া ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০, আজাদ মিঁয়া ৯২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং জয়দেব মজুমদার ৪৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। জবাবে খেলতে নেমে বিদ্যাপীঠ স্কুল ৮৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দীপ্তনু পাল ৪৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং দেবজিৎ ভৌমিক ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। আমজাদনগর স্কুলের পক্ষে আজাও মিঁয়া ৮ রানে ৩ টি, আকাশ হুসেন ৫ রানে এবং জয়দেব মজুমদার ২০ রানে ২ টি উইকেট দখল করে।