More
    HomeSports Newsসদর অনূর্ধ্ব ১৫ সুপার ফোরের খেলা আজ থেকে

    সদর অনূর্ধ্ব ১৫ সুপার ফোরের খেলা আজ থেকে

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সুপার ফোর এর খেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে। দুই মাঠে দুটো ম্যাচ একত্রে চলবে। যদিও সুপার ফোরের খেলা, তবুও দুই দিনে দুই ইনিংসের খেলা অনুষ্ঠিত হবে। বামুটিয়ায় তালতলাস্থিত স্কুল মাঠে এগিয়ে চলো সংঘ ও জিবি প্লে সেন্টারের ম্যাচ শুরু হবে। এদিকে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী ও চাম্পামুড়া কোচিং সেন্টারের খেলা শুরু হবে। ৩ ও ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডের খেলায় তালতলা স্কুল মাঠে চাম্পামুড়া কোচিং সেন্টার ও এগিয়ে চলো সংঘ এবং নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী ও জিবি প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হবে। ছয় ও সাত ফেব্রুয়ারি তৃতীয় তথা অন্তিম রাউন্ডের খেলায় পঞ্চায়েত মাঠে এগিয়ে চলো সংঘ খেলবে ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে তালতলা মাঠে চাম্পামুড়া কোচিং সেন্টার ও জিবি প্লে সেন্টারের খেলা অনুষ্ঠিত হবে। ‌ উল্লেখ্য গ্রুপ লীগ পর্যায়ের খেলা শেষে গ্রুপ এ থেকে চাম্পামুড়া কোচিং সেন্টার লীগের ছয় ম্যাচের ছ-টিতে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এবং পাঁচটিতে জয়ী হয়ে জিবি প্লে সেন্টার গ্রুপ রানার্স হয়ে সুপার ফোরে প্রবেশ করেছে। এদিকে, ক্রিকেট অনুরাগী, এগিয়ে চলো সংঘ ও প্রগতি প্লে সেন্টার আটদলীয় গ্রুপ-বি লীগের সাতটি ম্যাচের মধ্যে ছয়টি করে ম্যাচ জয়ী হয়ে সম সংখ্যক পয়েন্ট পেলেও রান রেটের নিরিখে ক্রিকেট অনুরাগী ও এগিয়ে চলো সংঘ যথাক্রমে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স হয়ে সুপার ফোরে খেলার ছাড়পত্র পেয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img