ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার জেইল রোডস্থিত ক্ষুদিরাম বসু ইংরেজী মাধ্যম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আসরে মোট একুশটি ইভেন্টের প্রতিযোগিতা হয়। বিভিন্ন বিভাগে ১০০মি. জাম্প, ৬০মি. সাটেল দৌড়, ৪×১০০মি. রিলে , অবিভাবিকা ও শিক্ষিকাদের মিউজিকাল বল হস্তান্তর, আরও অনেক আকর্ষণীয় ইভেন্ট ছিল। মার্চপাস্টের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তাছাড়া সকল খেলোয়াড়দের পক্ষে শপথ বাক্য পাঠ করে মোনালিসা সিনহা। ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর অলক ভট্টাচার্য্য, সমাজ সেবী চন্দ্রশেখর দেব ও পরিমল দেবনাথ।
শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন উপস্থিত অথিতিরা। বিদ্যালয়ের শারীর শিক্ষিকার নেতৃত্বে ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন আমন্ত্রিত শারীর শিক্ষক প্রনব অখণ্ড ও সহযোগী হিসেবে হেমলতা দেব্বর্মা, তাপসী দেব্বর্মা ও বিদলায়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন । এই ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহনকারী ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের অধ্যক্ষ সমীর রঞ্জন দাস।