ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। আগামীকাল থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। রাজ্যদলের প্রথম প্রতিপক্ষ পুদুচেরী। অনূর্ধ্ব-২৩ বালিকাদের একদিবসীয় ক্রিকেটে। কলকাতার দেশবন্ধু পার্ক মাঠে হবে ম্যাচটি। ওই ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেন দুদলের ক্রিকেটাররা। যাদবপুর মাঠে হয় অনুশীলন। দেশবন্ধু পার্কের উইকেট কেমন তা অজানা দু-দলের কাছেই। আগামীকাল সকালে উইকেট দেখেই যাবতীয় সিদ্ধান্ত নেবে জানিয়ে দিলেন ত্রিপুরার সহকারি কোচ দেবব্রত চৌধুরি। এদিন দুপুরে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। তবে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন টসে জয়লাভ করলে প্রথমে ব্যাট নিয়ে বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপাতে। অন্নপূর্ণাদের সাফল্য গোটা দলকে কিছুটা হলেও চাঙ্গা করেছে। পূজা দাসরাও চাইছেন এবারে আসরেও সাফল্য পেতে। এদিন শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করেন মেঘা সরকার-রা। দলনায়িকা পূজা পালও পুদুচেরীর বিরুদ্ধে জয় পাওয়া নিয়ে আশাবাদী।