More
    HomeLocal Newsবোধজং স্কুল এলামনির উদ্যোগে পুনর্মিলন উৎসব আগামীকাল, পুরস্কার বিতরণী ২৭শে

    বোধজং স্কুল এলামনির উদ্যোগে পুনর্মিলন উৎসব আগামীকাল, পুরস্কার বিতরণী ২৭শে

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। প্রতিবছরের মতো এ বছরও বোধজং স্কুল অ্যালামনির উদ্যোগে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবছর ২৬ জানুয়ারি, শুক্রবার সকাল দশটা থেকে স্কুল প্রাঙ্গণে শুরু হবে পুনর্মিলন উৎসব ২০২৪। শুরুতে পতাকা উত্তোলন, স্কুলে পাঠরত মেধাবী ছাত্রদের মধ্যে স্কলারশিপ প্রদান এবং স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদের সম্বর্ধনা জ্ঞাপন, প্রাক্তন ছাত্র ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে দিনভর বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে পালিত হবে গোটা দিনটি। পাশাপাশি এবছরের নবতম সংযোজন, আন্ত: স্কুল অ্যালামণির ক্রীড়া প্রতিযোগিতা ‘খেলো অ্যালামণি ১.০’ দারুন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৩ জানুয়ারি, মঙ্গলবার সম্পন্ন হয়েছে। সারা রাজ্য থেকে ১৮টি অ্যালামণির প্রায় ৬ শতাধিক সদস্য ও সদস্যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, টেকনিকেল ডিরেক্টরের ভূমিকায় নির্দিষ্ট আম্পায়ার, জাজ, রেফারি, বোধজং স্কুল এলামনির সকল সদস্যদের অকৃত্রিম সহযোগিতায় সুনিপুণভাবে টুর্নামেন্টের আটটি ইভেন্টের প্রতিযোগিতা দারুন ভাবে সম্পন্ন করেছেন। প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ২৭ জানুয়ারি পুরস্কৃত করা হবে, বোধজং স্কুল প্রাঙ্গনে বিকেল সাড়ে তিনটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সম্মতি জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , আন্তর্জাতিক জিমন্যাস্ট, পদ্মশ্রী শ্রীমতি দীপা কর্মকার। এছাড়াও উপস্থিত থাকবেন বেশ কয়েকজন পদাধিকারীরা। পুরস্কার বিতরণী সন্ধ্যায় রাজ্যের গুণী সংগীত শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
    আয়োজক বোধজং স্কুল এলামনির পক্ষ থেকে দুদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বুঝেও স্কুল এলা মনির সভাপতি প্রদীপ ভৌমিক আমন্ত্রণ জানিয়েছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত পুনর্মিলন উৎসবের চেয়ারম্যান সুব্রত বণিক, এলামনির সহ সভাপতি দিলীপ পাল, সহ-সম্পাদক অশোক আচার্য প্রমূখ এ বিষয়ে বিস্তারিত ব্যক্ত করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img