জাতীয় জিমন্যাস্টিক্সে চ্যাম্পিয়ন হয়ে ৮ বছর পর দীপা ফের ভারত সেরা
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। ফের ভারত সেরা দীপা। দীর্ঘ আট বছর পর কাম ব্যাক দীপার। জাতীয় জিমন্যাস্টিক্সে আসরে অলরাউন্ড চ্যাম্পিয়নের খেতাব ফের দখল করে নিল অলিম্পিয়ান তথা ত্রিপুরার সোনার মেয়ে, ভারতের অন্যতম জিমন্যাস্ট দীপা কর্মকার। ভুবনেশ্বরে আয়োজিত জাতীয় জিমন্যাস্টিক্স আসরে আজ, বুধবার দীপা কর্মকার অল এরাউন্ড রেংকিং তথা ভলটিং টেবিলে ১৩.৪০, আন ইভেন বারে ১০.৬৫, ব্যালেন্স ভীমে ১৩.১০, ফ্লোর এক্সারসাইজ এ ১২.৪০ অর্থাৎ সবমিলে ৪৯.৫৫ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন খেতাব জয় করেছে দীপা। ফের ভারত সেরার গৌরব অর্জন করেছে। আরএসপিবি অর্থাৎ রেলওয়েজের প্রণতি দাস ৪৭.০০ পয়েন্ট করে রৌপ্য এবং স্বস্তিকা গণ ৪৫.৩০ পয়েন্ট করে ব্রোঞ্জ পদক পেয়েছে। উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর এ ধরনের কাম ব্যাক সাফল্যে দীপা ভীষণ খুশি। পাশাপাশি দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীও আনন্দিত। আগামী দিনে দীপা অনুশীলন চালিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।