More
    HomeSports Newsরাজ্যের গৌরব উজ্বল করলো স্ট্রেনথ লিফটার অতসী বিশ্বাস

    রাজ্যের গৌরব উজ্বল করলো স্ট্রেনথ লিফটার অতসী বিশ্বাস

    রাজ্যের গৌরব উজ্বল করলো স্ট্রেনথ লিফটার অতসী বিশ্বাস

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।।সদ্য সমাপ্ত হায়দ্রাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্ট্রেনথ লিফটিং ও বেঞ্চ প্রেস আসরে দ্বিতীয় স্থান অর্জন করলো রাজ্যের মেয়ে অতসী বিশ্বাস। সুবাদে হাসিল করলো সে রৌপ্য পদক। দক্ষিণ ত্রিপুরার মনু বিধানসভার কলাছড়ার কালাপানিয়া ন্যাচারাল পার্ক সন্নিকটে দুর্গাপুর গ্রামের বাসিন্দা হলেন এই অতসী। বিজয় রায়ের সহ ধর্মিনী তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রচুর পদক রয়েছে তার দখলে। ২০১৫ সালে প্রথম হাতে খরি হয়েছিলো জিমে অতশির। মাত্র দুদিন অনুশীলন করে প্রথম স্টেট মিটে অংশগ্রহণ করেছিলেন অতশি খোয়াইয়ে। সেখানে প্রথম স্থান অর্জন করেছিলেন স্বর্ণপদক। এরপর একে একে পদক অর্জন করে চললেন অতসী। তার এই সফলতার পেছনে দুজন শিক্ষক আনন্দ এবং নারায়ণ বাবুর ভূয়সী প্রশংসা করেন অতসী। এবার আতশির আগামীতে লক্ষ্য আরো পদক অর্জন করা রাজ্যের হয়ে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img