More
    HomeSports Newsনাইভু ট্রফি : ওড়িশা ম্যাচ অমীমাংসিত ১ম ইনিংসে লিড, ত্রিপুরার তিন পয়েন্ট

    নাইভু ট্রফি : ওড়িশা ম্যাচ অমীমাংসিত ১ম ইনিংসে লিড, ত্রিপুরার তিন পয়েন্ট

    ওড়িশা-‌ ১২৬ &‌ ১৫৩/‌৪
    ত্রিপুরা-‌২২৯

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। সরাসরি জয় পেতে পারলো না ত্রিপুরা। প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো রাজ্যদসকে। অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সফররত ওড়িশার গড়া ১২৬ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ২২৯ রান করে। ১০৩ রানে পিছিয়ে থেকে মন্দ আলোর জন্য যখন খেলা বন্ধ হয় তখন ৪ উইকেটে ১৫৩ রান করে। ম্যাচটি শেষ হয় অমিমাংশিতভাবে। তবে প্রথম ইনিংসে নিড নেওয়ার সুবাদে ত্রিপুরা পেলো ৩ পয়েন্ট। ৩ ম্যাচ খেলে ত্রিপুরা এই প্রথম পয়েন্ট পেলো। ২৮-‌৩১ জানুয়ারি ত্রিপুরা চতুর্থ ম্যাচ খেলবে সৌরাষ্ট্র-‌র বিরুদ্ধে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট আকাদেমি মাঠে হবে ম্যাচটি। ১০৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৯ রান করেছিলো ওড়িশা। দুই অপরাজিত ব্যাটসম্যান ওম এবং অভিনব নন্দ এদিন শুরুটা ভালো করেন। ওই দুজন শুরুটা ভালো করতেই দলের অন্য ক্রিকেটারদের মনোবল বেড়ে যায়। দ্বিতীয় উইকেটে ওই জুটি ১২৪ বল খেলে ৮২ রান যোগ করন। ওম ৫৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং অভিনব ৭৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪১ রান করেন। এরপর সম্বিত এস বরল এবং দলনায়ক অনিল পরিদা রুখে দাড়ান। ওই উইকেটটি দ্রুত তুলতে ত্রিপুরার অধিনায়ক সেন্টু সরকার ৭ জন বোলারক ব্যবহার করেন। তবুও দ্রুত উইকেটটি তুলতে পারেননি। ওই জুটি ৫৫ বল খেলে ৩৮ রান যোগ করেন। পরিদা ২৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২ রান করে রান আউট হয়েছেন। এরপর সম্বিতের সঙ্গে কড়া প্রতিরোধ গড়ে তুলেন বিশ্ব বিভব মুদুলি। মন্দ আলোর জন্য যখন খেলা বন্ধ হয় তখন ওই জুটি অবিচ্ছিন্ন থেকে ওড়িশাকে ১৫৩ রানে পৌঁছে দেন। সম্বিত ৬৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রানে এবং বিশ্ব ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যায়। ত্রিপুরার পক্ষে দুর্লব রায় ৩৯ রানে ২ টি এবং চন্দন রায় ১৬ রানে ১ টি উইকেট দখল করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img