চাম্পামুড়া: ৩৩৪/৮(৯০)
অনুরাগী: ৩৩১/৮(৯০)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। ক্যাপ্টেনের জবাব ক্যাপ্টেন-ই দিল। তবে সতীর্থ ১/২ জন প্রশস্ত ব্যাট উপহার দিতে পারলে খেলার ফলাফল বিপরীত হত। তবে অধিনায়ক অর্কজিতের সেঞ্চুরির মোক্ষম জবাব দিয়েছে ক্রিকেট অনুরাগীর অধিনায়ক সৃজন দেব। শেষ পর্যন্ত চাম্পামুড়া কোচিং সেন্টারের পাহাড় প্রমাণ স্কোর দলকে ড্র ম্যাচ থেকে ৩ পয়েন্ট এনে দিয়েছে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের সুপার লিগের খেলায় চাম্পামুড়া কোচিং সেন্টার ও ক্রিকেট অনুরাগীর ২ দিনের ম্যাচ আজ, বৃহস্পতিবার শেষ হয়েছে নরসিংগড় পঞ্চায়েত গ্রাউন্ডে। বুধবার সকালে ম্যাচ শুরুতে টস জিতে চাম্পামুড়া কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। দিনভর পুরো ৯০ ওভার খেলে আট উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে। অর্কজিৎ ১৪১ বল খেলে ১৬ টি বাউন্ডারি হাঁকিয়ে ১০০ রান পায়। মৈনাক ১৬৮ বল খেলে ১৫ টি বাউন্ডারি মেরে ৮৫ রান সংগ্রহ করেছে। কৃশ ভৌমিকের অপরাজিত ২৭ রান ও সন্দীপন দাসের ২৭ রানও কিছুটা উল্লেখ করার মতো। ক্রিকেট অনুরাগীর শাহিন জামান চৌধুরী ৪৭ রানে পাঁচটি এবং দ্বিগবিজয় দেববর্মা একটি করে উইকেট পেয়েছিল। আজ অন্তিম দিনে পুরোটা খেলেছে ক্রিকেট অনুরাগী। দিনভর ৯০ ওভার খেলে ক্রিকেট অনুরাগী ৮ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অধিনায়ক সৃজন দেব ১৬০ বল খেলে কুড়িটি বাউন্ডারি হাঁকিয়ে ১০৯ রান সংগ্রহ করে। এছাড়া যথার্থ সিংহের ৪৬ রান ও সপ্তদ্বীপ ঘোষের অপরাজিত ৪২ রান উল্লেখ করার মতো। চাম্পামুড়া কোচিং সেন্টারের অনিরুদ্ধ পাল ৫২ রানে তিনটি এবং আকাশ দেবনাথ দুটি উইকেট পেয়েছে। চাম্পামুড়া লিড নিয়ে পয়েন্ট পেলেও ক্রিকেট অনুরাগীর শাহিন জামান চৌধুরীকে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি স্বরূপ ম্যান অফ দ্য ম্যাচের খেতাব দেওয়া হয়েছে।