ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। ম্যাচটা সম্পূর্ণ হলে রেজাল্ট কি হতো, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আবহাওয়া খেলার পক্ষে ছিল না বলে শেষ পর্যন্ত ম্যাচ অসম্পূর্ণ তথা অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। ক্রিকেটীয় ভাষায় নো রেজাল্ট। খেলা ছিল ত্রিপুরা বনাম কর্ণাটকের মধ্যে। জাতীয় মহিলা অনূর্ধ্ব ২৩ এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। খেলা কলকাতার বারাসাত গ্রাউন্ডে। খেলা যথারীতি শুরু হয়েছিল। টস জিতে ত্রিপুরা বোলিং এর সিদ্ধান্ত নিয়ে কর্ণাটককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে কর্ণাটক ২৯.৩ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। ওপেনার রুশমি কিরণের কুড়ি রান এবং শিশিরা গৌড়ার ২৩ রান ও মিথিলা বিনোদের ৩৯ রানের পর চাঁদন্সির অপরাজিত ৬৬ রানে দলের স্কোর বড় হচ্ছিল। রাজ্য দলের অন্বেষা দাস দুটি এবং সেবিকা দাস, মৌমিতা দেব ও প্রিয়াঙ্কা সাহা একটি করে উইকেট পেয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় নো রেজাল্টের কারণে দুই দল দুই-দুই করে পয়েন্ট ভাগ করে পেয়েছে। রাজ্য দলের পরবর্তী ম্যাচ গুজরাটের বিরুদ্ধে। আগামী তিন ফেব্রুয়ারি কলকাতার সল্টলেকে ২২ ইয়ার্ডস-এ।