চাম্পামুড়া: ৩৩৪/৮(৯০)
এগিয়ে চলো: ২৫২(৮৯)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি।। চেষ্টার ত্রুটি রাখেনি, এগিয়ে চলো সংঘের ব্যাটার্সরা। ওপেনার মাহিন চৌধুরীর পাশাপাশি মাঝে অর্পণ ভট্টাচার্য অর্ধশতক পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। ৩২৬ রানকে তাড়া করতে গিয়ে এগিয়ে চলো সংঘ শেষ পর্যন্ত ২৫২ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। চাম্পামুরা কোচিং সেন্টারের কৃষ ভৌমিক ও অনিরুদ্ধ পাল তিনটি করে এবং গৌরব রাজ সাহা দুটো উইকেট তুলে নেওয়ার পর আকাশ দেবনাথ এবং সন্দীপন দাস অবশিষ্ট দুটো উইকেট ভাগ করে নিলে এগিয়ে চলো সংঘ ৭৪ রানে পিছিয়ে থেকে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে ওপেনার মাহিনের ৫৬ রান এবং অর্পণ ভট্টাচার্যের ৫৯ রানের পাশাপাশি শুভ দাস ৩৮ রান সংগ্রহ করলেও অন্যরা তেমন রান সংগ্রহে সাফল্য পায়নি। শেষ পর্যন্ত চাম্পামুড়া কোচিং সেন্টারের পাহাড় প্রমাণ স্কোর দলকে ড্র ম্যাচ থেকে ৩ পয়েন্ট এনে দিয়েছে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের সুপার লিগের খেলায় চাম্পামুড়া কোচিং সেন্টার ও এগিয়ে চলো সংঘের ২ দিনের ম্যাচ আজ, রবিবার শেষ হয়েছে। মোহনপুর স্থিত তালতলা স্কুল গ্রাউন্ডে। শনিবার সকালে ম্যাচ শুরুতে টস জিতে চাম্পামুড়া কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। দিনভর পুরো ৯০ ওভার খেলে আট উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে। অংশুমান ১৩৪ বল খেলে ১১ টি বাউন্ডারি হাঁকিয়ে ৭৫ রান পায়। মৈনাক ১০৮ বল খেলে ১০ টি বাউন্ডারি মেরে ৬০ রান সংগ্রহ করেছে। অধি দেবনাথ ৮৭ বল খেলে বারোটি বাউন্ডারি হাঁকিয়ে ৬৫ রান পায়। গৌরব রাজ সাহার অপরাজিত ৩৭ রান ও উল্লেখযোগ্য। এগিয়ে চলো সংঘের কিষাণ সরকার ৪৭ রানে তিনটি এবং মাহিন চৌধুরী, প্রত্যয় দাস চৌধুরী ও রাজদীপ সিংহ প্রত্যেকের একটি করে উইকেট পেয়েছিল।