ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। অঘটন ঘটালো মেট্রিক্স চেস আকাদেমির আনরেটেড দাবাড়ু দেবতীর্থ দাস। অনূর্ধ্ব-১৩ বছর বয়সী ওই দাবাড়ুটি হারিয়ে দিলো ৫০ উর্ধ রেটেড দাবাড়ু প্রদীপ কুমার দেবনাথকে (১৩৪৫)। মৌচাক ক্লাব আয়োজিত প্রাইজমানি দাবা প্রতিযোগিতায়। সাদা ঘুটি নিয়ে দুরন্ত খেলে বয়োজ্যেষ্ঠ দাবাড়ুকে নাস্তানুবাদ করে দেবতীর্থ। মাত্র ৫ মাস আগে দাবায় হাতে খড়ি ওই প্রতিভাবান দাবাড়ুটির। শনিবার আসরের প্রথম দিনে ৩ রাউন্ডের খেলা হয়। ৩ রাউন্ড শেষে পুরো ৩ পযেন্ট নিয়ে শীর্ষে রয়েছে অগ্রজিৎ পাল, অভিজ্ঞান ঘোষ,দিব্যজ্যোতি সরকার, শাক্য সিনহা মোদক, প্রসেনজিৎ নমশুদ্র, দেবজিৎ সাহা, ক্রিশি কুমার মুড়াসিং এবং স্বর্ণদ্বীপ নাথ। আসরে অংশ নিয়েছেন ৬৪ জন দাবাড়ু। রবিবার শেষ দিনে হবে শেষ ৪ রাউন্ডের খেলা।