More
    HomeSports Newsকমল কাপের চ্যাম্পিয়ন ট্রফি ও টাটা টিয়াগো নীলজ্যোতির ঘরে

    কমল কাপের চ্যাম্পিয়ন ট্রফি ও টাটা টিয়াগো নীলজ্যোতির ঘরে

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি।। কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নীলজ্যোতি ট্র্যাভেলস। রানার্স বণিক ব্রাদার্স। আমতলী স্কুল মাঠে নির্ণায়ক এই ম্যাচের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যাট হাতে ২২ গজে বলে হিট করে রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এরপর দু-দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিতও হলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। ফাইনালকে ঘিরে রীতিমতো জনঢল নামলো গোটা ময়দানে। ফাইনাল হলো ফাইনালের মতোই। ব্যাট বলের এই ডুয়েলে আখেরে বাজিমাত করে দিল নীলজ্যোতি ট্র্যাভেলসের প্রত্যেক ক্রিকেটার। প্রথমে ব্যাট করে বণিক ব্রাদার্স দল নির্ধারিত ১৬ ওভারে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৮১ রান। জয়ের জন্য নীলজ্যোতির সামনে টার্গেট দাঁড়ায় ১৮২ রানের। যাকে পাল্টা খেলতে নেমে এক ওভার বাকি থাকতেই তিন উইকেটের বিনিময়ে জয় হাসিল করে নিলো নীলজ্যোতি ট্র্যাভেলসের লড়াকু ব্যাটসম্যানরা। রোমাঞ্চকর এই ডুয়েলে নীলজ্যোতির ব্যাটসম্যানরা প্রমাণ করে দিলেন ক্রিকেটে শেষ কথা হলো পারফরম্যান্স। ফাইনাল ম্যাচে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, সূর্যমনিনগর কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল, বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা। মাঠের কানায় কানায় পরিপূর্ণ ছিল দর্শকে। প্রত্যেকেই দারুন ভাবে উপভোগ করলেন ফাইনাল ম্যাচটা। উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতে অন্যতম বৃহৎ আয়োজনের টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়নের পুরস্কার স্বরূপ টাটা টিয়াগো-র চাবি টাটা প্রোগ্রেসিভ অটোমোবাইলস-এর এম.ডি বিপ্লব কুমার সাহা এবং জি.এম অমলেন্দু নাথ প্রমুখ বিজয়ী দলের অধিনায়কের হাতে তুলে দিলে সুদৃশ্য গাড়ি নিয়ে বিজয়ী দল নীলজ্যোতি ট্র্যাভেলস রাজপথে আলো ও শব্দের মূর্ছনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img