ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। প্রথম দিনেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুললেন ত্রিপুরার অ্যাথলেট-রা। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। ওই রাজ্যের শ্রী শিব ছত্রপতি স্টেডিয়ামে হচ্ছে আসর। মঙ্গলবার প্রথম দিনে ত্রিপুরা ৩ টি স্বর্ণ পদক সহ ৭ টি পদক জয় করে। দিনের প্রথম স্বর্ণপদকটি ত্রিপুরাকে এনে দেন সবিতা দাস। ট্রিপল জাম্পে। ওই ইভেন্টে জবা পাল দত্ত ব্রোঞ্জ পদক জয় করেন। এছাড়া চতুর্থ স্থান দখল করেন কবিতা দাস। ত্রিপুরাকে দ্বিতীয় স্বর্ণপদকটি এনে দেন বর্ষিয়ান শেফালি বর্ধন। ট্রিপল জাম্পে। এছাড়া রাজ্যকে শেষ স্বর্ণ পদকটি এনে দেন মিতালী দেবনাথ। ৮০০ মিটার দৌড়ে। এছাড়া শটপাটে শম্ভু রায় রৌপ্য পদক এবং বিকাশ দেববর্মা ব্রোঞ্জ পদক জয় করেন। ট্রিপল জাম্পে অর্চনা বনিক রৌপ্য পদক জয় করেন। দ্বিতীয় দিনে আরও পদক আসবে ত্রিপুরার ঝুলিতে বিশ্বাস করেন ত্রিপুরা দলের ম্যানেজার প্রীয়লাল সাহা। এদিকে রাজ্য দলের প্রতিটি অ্যাথলিটকে এদিন ব্লেজার দেওয়া হয়।