More
    HomeSports Newsরঞ্জি :‌ রেলওয়েজ ঘুরে দাঁড়ালেও জয়ের হাতছানি ত্রিপুরার সামনে

    রঞ্জি :‌ রেলওয়েজ ঘুরে দাঁড়ালেও জয়ের হাতছানি ত্রিপুরার সামনে

    ত্রিপুরা-‌ ১৪৯ & ৩৩৩
    রেলওয়ে-‌ ১০৫ &‌ ২৭০/‌৪

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। বোলারদের দিকে তাকিয়ে ত্রিপুরা। সোমবার ম্যাচের শেষের দিন সকালে রাজ্যদলের বোলাররা যদি জ্বলে উঠতে পারেন তাহলেই মরশুমের শেষ ম্যাচে জয় পেতে পারবে ত্রিপুরা। নতুবা প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও জয় নিয়ে রাজ্য ছাড়বে রেলওয়ে। আপাতত তৃতীয় দিনের শেষে ম্যাচের লাগাম সফররত দলের হাতে। জয় পেতে সফররত দলের আরও দরকার ১০৮ রানের। হাতে রয়েছে ৬ উইকেট। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বোলাররা জ্বলে উঠবে এমনই প্রত্যাশা ছিলো রাজ্যের ক্রীড়া প্রেমীদের। কার্যত তা হলো না। ত্রিপুরার জয়ের গ্রাস কার্যত কেড়ে নিচ্ছেন ওপেনার প্রথম সিং। অপরাজিত রয়েছেন ১১৩ রানে। রণজি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ১৪৯ রানের জবাবে রেলওয়ে ১০৫ রান করেছিলো প্রথম ইনিংসে। ৪৪ রানে এগিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ৩৩৩ রান করে। ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে সফররত দল ৪ উইকেট হারিয়ে ২৭০ রান করে। দ্বিতীয় দিনের ৯ উইকেটে ২৮৬ রান নিয়ে খেলতে নেমে সোমবার আরও ৪৭ রান যোগ করে ত্রিপুরা। অভিজিৎ সরকার ৭৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করে আউট হলেও রাণা দত্ত ৬১ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৭ রানে অপরাজিত থেকে যান। শেষ উইকেটে ওই দু-‌জন ১১৫ বল খেলে ৯২ রান যোগ করেন। রেলওয়ের পক্ষে হিমাংশু সাঙ্গয়ান ৫৫ রানে ৪ টি এবং যুবরাজ ৯৭ রানে ৪ টি উইকেট দখল করেন। ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মণিশঙ্কর মুড়াসিং এবং রাণা দত্ত-‌র দাপটে একসময় ৩১ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিলো সফররত দল। ওই অবস্থায় ওপেনার প্রথম সিং এর সঙ্গে রুখে দাঁড়ান মহম্মদ সৈইফ। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। ঠান্ডা মাথায় দু-‌জন এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। উইকেটে সেট হয়ে দু-‌জন কিছুটা মারমুখি ব্যাটও করেন। ওই জুটি ২৪১ বল খেলে ১৭৫ রান যোগ করে দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন। সৈইফ ১২৬ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ১০৬ রান করে বিক্রম দেবনাথের বলে আউট হয়েছেন। শেষ পর্যন্ত তৃতীয় দিনের শেষে রেলওয়ে ৬৯ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৭০ রান করে। প্রথম ১৯৩ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৩ রানে এবং অরিন্দম ঘোষ ৬৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত রয়েছেন। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়া সিং ৪১ রানে ২ টি, বিক্রম দেবনাথ ৩৬ রানে এবং রাণা দত্ত ৫৬ রানে ১ টি করে উইকেট পেয়েছেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img