More
    HomeSports Newsব্যাটে বিক্রম দুর্দান্ত, বোলিংয়ে জয়দীপপোলস্টারকে হারিয়ে ব্লাডমাউথ কো:ফাইনালে

    ব্যাটে বিক্রম দুর্দান্ত, বোলিংয়ে জয়দীপপোলস্টারকে হারিয়ে ব্লাডমাউথ কো:ফাইনালে

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নকআউট ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছুলো ব্লাডমাউথ ক্লাব। সুপার ডিভিশনে তৃতীয় স্থান এবং টি-টোয়েন্টি ক্লাব লীগে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানোর পর ব্লাড মাউথ শিবিরে একটা প্রত্যাশা কাজ করছে। পোলস্টারকে নকআউট করে তপন স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ব্লাড মাউথ এখন মরিয়া ট্রফি জয়ের লক্ষ্যে। টিসিএ আয়োজিত তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে এমবিবি স্টেডিয়ামে শনিবার ব্লাড মাউথ ৯ উইকেটের বড় ব্যবধানে পোলস্টার কে পরাজিত করে শেষ আটে উন্নীত হয়েছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে পোলস্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩৩.১ ওভার খেলে পোলস্টার ১১৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে জয়ন্ত ভট্টাচার্য সর্বাধিক ২৫ রান করে। ঋতুরাজ দেবনাথ এর ২১ রান উল্লেখ করার মতো। ব্লাড মাউথের জয়দীপ ভট্টাচার্য একাই চারটি উইকেট তুলে নেয় ২৫ রানের বিনিময়ে। ‌এছাড়া, রবি কার্তিকেয় ও তুষার সাহা পেয়েছে দুটি করে উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে ব্লাডমাউথ ১৯.২ ওভার খেলে ১ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার অধিনায়ক বিক্রম কুমার দাসের অনবদ্য ব্যাটিং দলকে সহজে জয় এনে দেয়। বিক্রম ৬০ বল খেলে ১১ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৭৯ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। সঙ্গে সহযোগিতা নিয়েছে সাগর সূত্রধর কে। সাগর অপরাজিত ছিল ১৯ রানে। দুর্দান্ত বোলিং এর স্বীকৃতি হিসেবে জয়দীপ ভট্টাচার্য পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img