ইউ বি এস টি-৮৮
ইউনাটেড ফ্রেন্ডস-৯২/০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা। তেজস্বী একাই যেন ইউনাইটেড বিএসটি’র স্বপ্ন গুঁড়িয়ে দিলো। যেমন বোলিং তেমন ব্যাটিং। অনায়াসেই কোয়ার্টার ফাইনালে উঠলো ইউনাইটেড ফ্রেন্ডস। ইউনাইটেড বি এস টি কে হেলায় পরাজিত করে। তেজশ্বী জশোয়ালের অলরাউন্ড পারফরম্যান্সে। নরসিংগড় টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইউনাটেড ফ্রেন্ডস জয়লাভ করে ১০ উইকেটে। প্রথমে ব্যাট নিয়ে ইউ বি এস টি-র গড়া মাত্র ৮৮ রানের জবাবে ইউনাটেড ফ্রেন্ডস ৬৬ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জযের লক্ষ্যে পৌঁছে যটায়। প্রথমে বল হাতে ২ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ৭২ রান করে ইউনাটেড ফ্রেন্ডসের জয়ের নায়ক হয়ে যান তেজশ্বী জশোয়াল। সকালে টসে জয়লাভ করে শুরুটা ভালো করার চেষ্টা করেছিলো ইউ বি এস টি। একসময় ২১ বল খেলে কোনও উইকেট না হারিয়ে করেছিলো ২২ রান। এরপরই ধ্বস। বিনা উইকেটে ২২ রান থেকে ৪ উইকেটে ২২। এখানেই ধাক্কা খায় বি এস টি। শেষ পর্যন্ত ওই আঘাচ আর সামলে উঠতে পারেনি। দল গুটিয়ে যায় ৮৮ রানে। দলের হয়ে সুকান্ত রিয়াং ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮,রুগভেদ বভিস্কর ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪,ওনকার তারমালে ৬ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং মনোজিৎ দাস ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে প্রীন্স রাণা ৩৬ রানে ৩টি, কিষান সরকার ৫ রানে, তেজশ্বী জশোয়াল ৮ রানে এবং অভিজিৎ দেববর্মা ২১ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে কেলতে নেমে শুরু থেকেই মারমুখি মেজাজে ছিলেন তেজশ্বী জশোয়াল। দ্রুত খেলা শেষ করার জন্য নজর দেন তেজশ্বী। মাত্র ১১ ওভারে ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। তেজশ্বী ৪২ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২ রানে এবং সেন্টু সরকার ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যান। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে তেজস্বী প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।