ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। ক্রিকেট অনুরাগীর সামনে রানার্স খেতাবের হাতছানি। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে তেমন কোনও অঘটন ঘটে গেলে ক্রিকেট অনুরাগী নিজেরা চ্যাম্পিয়নের দাবিদারও হতে পারে। সবকিছুই নির্ভর করছে আগামীকাল তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচের ফলাফলের উপর। তবে উইকেটে নাইট ওয়াচম্যানের ভূমিকায় থাকা অধিনায়ক অয়ন রায় এবং আমন মিয়ার পাশাপাশি শিবিরে অবস্থানকারী বাকি ছয় উইকেটের ব্যাট থেকে ৮৩ রান সংগ্রহের মত সাফল্য পেলে, অন্ততপক্ষে রানার্স খেতাব নিশ্চিত বলা যেতে পারে। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সুপার ফোর-এর তৃতীয় রাউন্ডের খেলায় সকালে ম্যাচ শুরুতে টস জিতে এগিয়ে চলো সঙ্গে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৫২.৫ ওভার খেলে ১৮২ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে ওপেনার মাহিন চৌধুরীর ৪০ রান, কিষান সরকারের ৩৫ রান, শুভ দাসের ৩১ রান উল্লেখ করার মতো। ক্রিকেট অনুরাগীর অয়ন রায়, শাহিন জামান চৌধুরী ও বিনীত দাস প্রত্যেকে তিনটি করে এবং দ্বিগবিজয় দেববর্মা একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৫ ওভারে ক্রিকেট অনুরাগী চার উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৃজন দেব ২৭ এবং বেদব্রত বণিক ২১ রান পায়। আমন মিয়া ১৭ রানে এবং অয়ন রায় ১৫ রানে উইকেটে রয়েছে। এগিয়ে চলো-র মাহিন চৌধুরী ও কিষান সরকার দুটি করে উইকেট পেয়েছে।