More
    HomeSports Newsটিসিএ-র নির্বাচন, খসড়া ভোটার তালিকায় ৩০ জন

    টিসিএ-র নির্বাচন, খসড়া ভোটার তালিকায় ৩০ জন

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রস্তুতি চলছে জোর কদমে। নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী ড্রাফট ইলেকট্রোরেল রোল তথা প্রতিনিধি অর্থাৎ ভোটারের নামের তালিকা খসড়া প্রকাশিত হয়েছে। নির্বাচন আধিকারিক কিশোর আম্বুলির স্বাক্ষরকৃত এই তালিকায় ৩০ জনের নাম প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট তিনটি মহকুমা অ্যাসোসিয়েশন প্রতিনিধির নাম পাঠাইনি বলে তালিকায় ওই মহকুমা গুলির পাশে শূন্যস্থান রাখা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির পাঁচজন অফিস বেয়ারার এবং একজন কাউন্সিলর বাছাই করার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী নির্ঘন্ট অনুযায়ী ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের কার্যক্রমও শুরু হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img