ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। প্রতিযোগিতা শুরু হয়েছে শুক্রবার থেকে। চলবে আগামীকাল পর্যন্ত। একই সঙ্গে দু-দুটো প্রতিযোগিতা। একটি ২০ তম কুশল জৈন স্মৃতি ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ। অপরটি অনূর্ধ্ব ১৬ জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট। সমান্তরালে কুঞ্জবন মালঞ্চ নিবাস কমপ্লেক্সে টেনিস কোর্টে এবং বাধারঘাটে স্পোর্টস কমপ্লেক্সস্থিত টেনিস কোর্টে খেলা হচ্ছে। প্রথম দিনে সিঙ্গেলস-এর বেশ কটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে নয়টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্য প্রদেশ বিজেপি স্পোর্টস সেলের প্রভারী কমল দেব, এসপি কিরন কুমার প্রমূখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সভাপতি বিধান রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংস্থার সহ-সভাপতি তড়িৎ রায়, সম্পাদক সুজিত রায়, জয়েন্ট সেক্রেটারি অরূপ রতন সাহা ও চিন্ময় দেববর্মা, কোষাধ্যক্ষ মৃন্ময় সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন। আজ দ্বিতীয় দিনে বেশ কটি ইভেন্টের প্রতিযোগিতা হয়েছে। আগামীকাল অন্তিম দিনে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।