More
    HomeSports Newsআগরতলাস্থিত দ্য জিম ক্লাসিকের উদ্যোগে সপ্তাহব্যাপী ক্রীড়া সমাবেশ

    আগরতলাস্থিত দ্য জিম ক্লাসিকের উদ্যোগে সপ্তাহব্যাপী ক্রীড়া সমাবেশ

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে রাজ্যস্তরীয় সপ্তাহব্যাপী এক ক্রীড়া সমাবেশের আয়োজন করা হচ্ছে। সাতটি ইভেন্ট ভিত্তিক এই ক্রীড়া ফেস্টের উদ্যোক্তা আগরতলার বড়দোয়ালীস্থিত দ্য জিম ক্লাসিক। সপ্তাহব্যাপী ক্রীড়া সমাবেশের বিশেষ আকর্ষণ প্রতিটি ইভেন্টে চ্যাম্পিয়ন খেতাব অর্জনকারীকে প্রাইজমানিও প্রদান করা হবে। শুরু ১৬ ফেব্রুয়ারি থেকে, চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বড়দোয়ালী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ স্পোর্টস ফেস্ট ঘিরে পাওয়ার লিফটিং, আর্ম রেসলিং, বডি বিল্ডিং, যোগা সহ মোট সাতটি ইভেন্টে সারা রাজ্য থেকে অংশগ্রহণকারী খেলোয়াররা নাম নথিভুক্ত করছেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশেষ করে ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের সভাপতি তনয় দাস, দ্য জিম ক্লাসিকের কর্ণধার যীশু দেব প্রমূখ সাংবাদিক সম্মেলন ডেকে আসন্ন ক্রীড়া সমাবেশ বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন। অংশগ্রহণেচ্ছু খেলোয়াড়দের নাম নথিভূক্ত করতে আহ্বান জানান। পাশাপাশি ক্রীড়া সমাবেশ সাফল্যমন্ডিত করে তুলতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন এবং ক্রীড়া প্রেমী সকলের সহযোগিতা চেয়েছেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img