ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি।। কার্যকরি কমিটির সভা ২৫ ফেব্রুয়ারি। রাজ্য খো খো সংস্থার। ওই দিন সকাল সাড়ে ১০ টায় স্বামী বিবেকানন্দ ময়দান কমপ্লেক্সে রাজ্য সংস্থার অফিস বাড়িতে হবে সভা। ওই সভায় রাজ্য খো খো প্রতিযোগিতার দিনক্ষণ এবং স্থান ঠিক করা হবে। রাজ্য খো খো সংস্থার সচিব মিনতি পাল এখবর জানিয়েছেন। এদিকে জানা গেছে, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে রাজ্য আসর করার পরিকল্পনা রয়েছে। আগরতলায় হবে রাজ্য আসর।