ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। নেশামুক্ত ত্রিপুরা গঠনে ব্যাট বল হাতে নিয়ে মাঠে নামলো মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ত্রিপুরা গঠনের ডাক দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কাজ করে যাচ্ছে সকলে।বর্তমান সময়ে নেশার কড়াল গ্রাসে আচ্ছন্ন হয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে যুব সমাজ।যুব সমাজ গঠনের প্রথম পর্যায়ে রয়েছে ছাত্ররা। পরবর্তী পর্যায়ে রয়েছে যুবকরা। তাই এই দুই পর্যায়ের যুবকদের নিয়ে নেশামুক্ত ত্রিপুরা গঠনের ডাক দিলো মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।মন্ত্রীর উদ্দ্যোগে নিজ বিধানসভায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বনাম জোলাইবাড়ীর যুব মোর্চার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার। জোলাইবাড়ী দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ক্রিকেট ম্যাচে যুব মোর্চার হয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া নিজে মাঠে খেলতে নেমেছেন। জোলাইবাড়ী বিধানসভায় এধরনের চিত্র প্রথমবারের মতো দেখা গেল।মন্ত্রী প্রীতি ক্রিকেট ম্যাচে সকলের প্রতি বার্তা প্রেরনের লক্ষ্যে ব্যাট বল নিয়ে মাঠে নেমে খেলায় অংশগ্রহন করেন।এই প্রীতি ক্রিকেট ম্যাচে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে পরাজিত করে খেলায় জয়লাভ করে যুব মোর্চা। খেলার সব কয়টি উইকেটের পতন ঘটিয়ে ৮৫ রান করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অপরদিকে ৭ উইকেটের পতন ঘটিয়ে ৯১ রান করে জয়লাভ করলো যুব মোর্চা। প্রীতি ক্রিকেট ম্যাচের সেরা বোলার ও সেরা ব্যাটসম্যানকে মন্ত্রী নিজে নগদ কিছু অর্থরাশী দিয়ে পুরষ্কৃত করেন। অপরদিকে খেলা শেষে জয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন উপস্থিত অতিথিরা। এই প্রীতি ক্রিকেট ম্যাচে আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিন জেলার যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক, জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েতে সমিতির চেয়ারম্যান রবি নমঃ সহ অন্যান্যরা। ক্রিকেট ম্যাচে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।