ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ১৭ ফেব্রুয়ারি।। রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলছে ত্রিপুরা পুলিশের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন।
শনিবার ত্রিপুরা পুলিশের ১৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে টি এস আর সপ্তম ব্যটেলিয়ান জম্পুইজলা হেডকোয়ার্টার এবং জম্পুইজলা প্রেসক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয় এক প্রীতি ক্রিকেট ম্যাচ। জম্পুইজলা গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন টি এস আর সপ্তম ব্যটেলিয়ানের ডেপুটি কমান্ডেন্ট রাজদীপ দেব, এডজুটেন্ট বিজয়কুমার জমাতিয়া, সুবেদার মেজর জিতেন্দ্র দেববর্মা সহ সকল স্তরের আধিকারিগণ। পাশাপাশি জম্পুইজলা প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক শিবচরণ দেববর্মা সহ অন্যান্য কর্মকর্তারা। টি এস আর জওয়ান এবং সাংবাদিকদের ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে টিএস আর এবং সংবাদকর্মীদের মধ্যে গড়ে উঠবে আরও সুসম্পর্ক। ক্রিকেট ম্যাচ সম্পর্কে ব্যটেলিয়ানের ডেপুটি কমান্ডেন্ট রাজদীপ দেব বলেন তারা সর্বদাই বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকেন। সমাজকে যেমন অপরাধ মুক্ত করতে চেষ্টা করা হচ্ছে তেমনি এই ধরনের ক্রিকেট ম্যাচের মাধ্যমে সমাজে একটি সু-বার্তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যটেলিয়ানের জওয়ানরা। সাংবাদিকদের মধ্যে ছিলেন নিত্য দেববর্মা, লক্ষণ দেববর্মা,বাইকন্ট্য মলসম সহ অন্যান্যরা। এদিন দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সাংবাদিকরা সংবাদ সংগ্রহের পাশাপাশি এধরনের সামাজিকতায় এগিয়ে আসায় বেজায় খুশি বিশিষ্টজনেরা।