ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২০ ফেব্রুয়ারি।। রাজধানীর অন্যতম একটি ফুটবল ময়দান হলো উমাকান্ত একাডেমির ফুটবল মাঠ। ইতিমধ্যেই সরকারি উদ্যোগে এই মাঠটিকে সিন্থেটিক মাঠ হিসেবে তৈরি করা হয়েছে। প্রতিবছর এই মাঠেই অনুষ্ঠিত হয় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট। কিন্তু টুর্নামেন্ট গুলিতে অংশ নেওয়া দলগুলি লড়াইয়ের ময়দানে নামার আগে ড্রেসিংরুমের সংকটে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। তাই এই সমস্যা সমাধানে ড্রেসিংরুম তৈরি করার জন্য ফুটবল এসোসিয়েশন রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের নিকট অর্থ বরাদ্দের দাবি জানান। ফুটবল সংস্থার দাবি মেনে ড্রেসিংরুম তৈরি করার জন্য সাংসদ তহবিল থেকে ২৮ লক্ষ টাকা বরাদ্দ করেন শ্রীমতি ভৌমিক। আর তার এই বরাদ্দকৃত অর্থ দিয়ে চলছে এখন উমাকান্ত মিনি স্টেডিয়ামে ড্রেসিংরুম নির্মাণের কাজ। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ছুটে গেলেন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সাথে ছিলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব সহ অন্যান্য কর্মকর্তারা। এদিন কাজের অগ্রগতি দেখে অনেকটা সন্তোষ ব্যক্ত করেন তিনি। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শ্রীমতি ভৌমিক জানান খুব শীঘ্রই সম্পন্ন হবে ড্রেসিংরুম নির্মাণের কাজ।