More
    HomeSports Newsঝাড়খন্ডের ভলিবল একাডেমিতে ত্রিপুরার বুধু দেববর্মা নির্বাচিত

    ঝাড়খন্ডের ভলিবল একাডেমিতে ত্রিপুরার বুধু দেববর্মা নির্বাচিত

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি।। ঝাড়খন্ডের গিরিডির মঙ্গিয়া ন্যাশনাল ভলিবল আকাদেমিতে ডাক পেলেন রাজ্যের এক প্রতিভাবান খেলোয়াড়। নাম বুধু দেববর্মা। ৪ মার্চ আকাদেমিতে রিপোর্ট করার জন্য বলা হয়েছে। ওই দিনই বুধু-‌র অভিভাবকদের নিয়ে হবে সভা। এরপর ১৬ সপ্তাহের এক বিশেষ শিবির হবে। ওই শিবিরে নজর কাড়তে পারলেই ওই আকাদেমিতে থাকার সুযোগ পাবে প্রায় ৬.‌৪ ফুট উচ্চাতা সম্পন্ন ওই খেলোয়াড়টি। খুমুলুঙে ‘‌নুন আনতে পান্থা ফুরোয়’ পরিবারের ছেলে বুধু। ইকন্তু যথেষ্ট প্রতিভাবান। জানান রাজ্য ভলিবল সংস্থার ভারপ্রাপ্ত সচিব চন্দন সেন। এর আগে গেলোবছর ওই আকাদেমিতে ডাক পেয়েছিলেন রাজ্যের অপর খেলোয়াড় বিক্রম দেব। জানা গেছে, ১৬ সপ্তাহের প্রশিক্ষণে নিজেকে প্রমান করতে পারলেই ওই আকাদেমিতে থাকা, খাওয়া, পড়া এবং অনুশীলনের সুযোগ পেয়ে যাবে সে। বুধুর নিরবাচন হওয়ার খবর ওই আকাদেমির সচিব জয়দীপ সরকার এক বিবৃতিতে জানিয়েছেন। জানা গেছে, এবছর পূর্বোত্তর থেকে দুজন খেলোয়াড়কে ওই আকাদেমিতে ডাকা হয়। দ্বিতীয় খেলোয়াড়টি হলো সিকিমের। ‌

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img