More

    ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবেরবার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    আগরতলা, ২৭ এপ্রিল।। রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে উদীয়মান খেলোয়ারদের এ ধরনের সম্মাননা প্রদান অত্যন্ত জরুরী। বিশেষ করে খেলোয়াড়দের উৎসাহিত করা এবং অনুপ্রেরণা যোগানোর জন্য ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের দীর্ঘদিন ধরে চলে আসা এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন প্রত্যেকেই। রাজ্যের বর্ষসেরা ও উদীয়মান খেলোয়ারদের অন্যান্য বছরের মত এবারও সংবর্ধিত করলো ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব। শনিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বর্ষসেরা ও উদীয়মান খেলোয়াড় সহ লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা যুব কর্মসূচী ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য বিজনেস আইকন রুপম রায় প্রমূখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি সরযূ চক্রবর্তী। উল্লেখ্য, এবারের অনুষ্ঠানে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার বিজয়ী জিমন্যাস্ট মন্টু দেবনাথকে। এছাড়া বর্ষসেরা ও উদীয়মান খেলোয়ার হিসেবে জিমনাস্ট দীপা কর্মকার, শ্রীপর্ণা দেবনাথ, ক্রিকেটার মনিশঙ্কর মুরাসিং ও এঞ্জেল পাল, ফুটবলার জন জমাতিয়া, দাবাড়ু অর্শিয়া দাস, আরাধ্যা দাস, জুডোকা তানিয়া দাস, যোগা খেলোয়ার দেবার্পন কুন্ডু ও পায়েল দাস, প্যারাসাঁতারু বিনীত রায় ও সমীর বর্মনকে সংবর্ধনা জানানো হয়েছে। রাজ্যের প্রথম অর্জুন জিমনাস্ট মন্টু দেবনাথ এবং বিশিষ্ট ক্রীড়া প্রশিক্ষক ও সংগঠক বিমল কুমার রায় চৌধুরী তাঁদের বক্তৃতায় স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার পাশাপাশি রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বিশেষ ভূমিকার কথা তুলে ধরেন। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শ্রীরায় ওনার ভাষণে রাজ্য ক্রীড়ার ক্রমোন্নতির প্রেক্ষাপট তুলে ধরে ক্রীড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার পরও এ ধরনের উন্নয়নমূলক ভূমিকায় দপ্তর এবং রাজ্য সরকার সব সময় পাশে থাকবে বলে তা নিয়মিত জারি রাখার আশা ব্যক্ত করেন। সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের বিশেষ কার্যক্রম রাজ্যে আয়োজনের ইঙ্গিত দিয়ে প্রাসঙ্গিক প্রত্যেকের সহযোগিতা চেয়েছেন ক্লাব সভাপতি সরযূ চক্রবর্তী। তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে অধিকাংশ ক্রীড়া সংস্থা ও সংগঠনের সভাপতি, সচিব থেকে শুরু করে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের আধিকারিক এবং ক্রীড়া প্রশিক্ষক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠান অনেকটা সমৃদ্ধ বলে ক্লাব সম্পাদক সুপ্রভাত দেবনাথ সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানানোর পাশাপাশি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠান সার্বিক সাফল্যমন্ডিত করে তোলার পেছনে জয়েন্ট করভেনার তথা সহ-সম্পাদক অনির্বাণ দেব ও কার্যকরী সদস্য অভিষেক দে-র প্রচেষ্টা বেশ প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠান সঞ্চালনায় শুভ্রজিৎ ভট্টাচার্যের ভূমিকা ছিল অনস্বীকার্য।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img