ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। আগামী ১লা আগস্ট থেকে প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। ১৫ জুলাই থেকে শুরু হবে রাখাল স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট। জুন মাসে অনুষ্ঠিত হবে সি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। জুন মাসেই হবে মহিলা লিগ ফুটবল টুর্নামেন্ট। সি-ডিভিশন লীগ ফুটবলের পর-ই হবে বি-ডিভিশন ফুটবল টুর্নামেন্ট। এক কথায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের এবারকার ফুটবল মরশুম শেষ করতে হবে বলে স্থির হয়েছে। এসোসিয়েশনের গভর্নিং বডির গুরুত্বপূর্ণ বৈঠকে আজ এ বিষয়ে তথা এবারকার ফুটবল ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। বৈঠকে সংস্থার প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ অধিকাংশ সদস্যরাই উপস্থিত ছিলেন। স্থানীয় খেলোয়ারদের আরও বেশি খেলার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃ রাজ্য অনুমোদনের মাধ্যমে লীগের ক্ষেত্রে বহিঃরাজ্যের খেলোয়াড় পাঁচজনের পরিবর্তে তিন জনকে নিয়ে দল করতে হবে। স্বাভাবিকভাবে স্থানীয় খেলোয়াড়দের সংখ্যা বেড়ে যাবে। একইভাবে বি ডিভিশন লিগ ফুটবল এবং সি ডিভিশন ফুটবলেও বহিঃ রাজ্যের খেলোয়াড়ের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এছাড়া বয়সভিত্তিক খেলোয়াড়ের সংখ্যা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সংখ্যাতত্ত্ব হিসেবে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। লিয়েন খেলোয়ারের সংখ্যাও সাত থেকে কমিয়ে তিন করা হয়েছে। গেইট মানির বিষয়ে শতকরা হিসেবে অর্থ প্রাপ্তির প্রসঙ্গ উঠলে বিষয়টা নিয়ে আলোচনান্তে স্থির হয়, সার্বিক হিসেবে ২ লক্ষ ৩৫ হাজার টাকা টিএফএ অনুমোদিত সব কটি ক্লাব টাকা পাবে বলে স্থির হয়েছে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ক্লাবগুলোর হাতে টাকা তুলে দেওয়া হবে বলে স্থির হয়েছে। সবশেষে জাতীয় পর্যায়ের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে রাজ্য দল গঠনের কর্মসূচি বেশ কিছু সময় হাতে নিয়ে দল গঠনের প্রস্তুতি চালানো হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাতে করে জাতীয় ফুটবল আসরে রাজ্য দল ভালো ফলাফল করতে পারে।
Your writing is a true testament to your expertise and dedication to your craft. I’m continually impressed by the depth of your knowledge and the clarity of your explanations. Keep up the phenomenal work!