ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।।প্রত্যাশিতভাবেই সেরার সম্মান পেলেন ত্রিপুরার দিব্যজ্যোতি সরকার (১৩৭৫)। তবে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হতে পারলেন না। শেষ রাউন্ডে পরাজিত হওযায়। পরে ভোকলস পয়েন্টে পশ্চিম বাংলার ইশান দাস এবং অসমের ইফতিকার আলম মজুমদারকে পেছনে ফেলে সেরার সম্মান পান দিব্যজ্যোতি। তৃতীয় বর্ষ ‘মা মানিক’প্রাইজমানি রেটিং দাবা প্রতিযোগিতায়। ৬ দিন ব্যাপী আসর শেষ হয় শুক্রবার। এন এস আর সি সি-র দাবা হলঘরে। ৯ রাউন্ডের আসরে ৭ পয়েন্ট পেয়ে ভোকলসে প্রথম ছয়টি স্থান দখল করেন যথাক্রমে দিব্যজ্যোতি, ইশান, ইফতিকার, অসমের নিলাভজ্যোতি বরঠাকুর, অসমের বিজীত ছেতিয়া এবং কর্ণাটকের শেখোয়াত হোসেন। সাড়ে ৬ পয়েন্ট পেয়ে ভোকলসে পরের তিনটি স্থান দখল করেন যথাক্রমে অসমের সোরম রাহুল সিং, ত্রিপুরার অগ্রজিৎ পাল এবং শাক্য সিনহা মোদক। ৬ পয়েন্ট পেয়ে দশম স্থান দখল করেন ত্রিপুরার টাইটন দেববর্মা। আসরে অনূর্ধ্ব-৮ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির শুভায়ন দাস, রোহিল সাহা, দেবরাজ ভট্টাচার্য, মেট্রিক্স চেস আকাদেমির অবন্তিকা চক্রবর্তী, মেট্রিক্স চেস আকাদেমির তেজশ্বনী পোদ্দার, অনূর্ধ্ব-১০ বিভাগে পিতাম্বর দেবনাথ, অর্ণব ভর্মা, অভ্রনীল দে, নিশান মন্ডল, মেট্রিক্স চেস আকাদেমির অন্তরীপ আচারিয়া, অনূর্ধ্ব-১২ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির অংশুমান দেবনাথ, অঙ্কিতা সরকার, অর্ণব দাস, মেট্রিক্স চেস আকাদেমির রুদ্রনীল দেবনাথ, ধীময় চক্রবর্তী এবং অনূর্ধ্ব-১৪ বিভাগে সমৃদ্ধি ঘোষ, আকৃতি দেবনাথ, রোহিতাশ্ব দাস, বৈভব চক্রবর্তী ও মেট্রিক্স চেস আকাদেমির দেবতীর্থ দাস যথাক্রমে প্রথম ৫ টি স্থান দখল করে। সর্বকনিষ্ঠ দাবাড়ুদের মধ্যে সেরা মেট্রিক্স চেস আকাদেমির অয়নজিৎ নাগ এবং অসমের আরাধ্যা দেবনাথ। সেরা ত্রিপুরা অনাবিল গোস্বামী, মেহেকদ্বীপ গোপ, আদ্রুষ কর্মকার, আনরেটেড দাবাড়ুদের মধ্যে সঙ্গিত দাস, দীনদয়াল সিং, সেরা মহিলা সুলেখা দাস এবং একান্তিকা সরকারকে পুরস্কৃতি করা হয়। আসর শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য এবং রাজ্য দাবা সংস্থার কর্তারা।