More
    HomeLiterature, Culture & Heritageজেআরসি-র সদস্য সুমনের পিতৃবিয়োগে শোক জ্ঞাপন

    জেআরসি-র সদস্য সুমনের পিতৃবিয়োগে শোক জ্ঞাপন

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্য সুমন সাহা-র পিতা দুর্জয় লাল সাহা, লাল বাহাদুর চৌমুহনী সংলগ্ন বনমালীপুরস্থিত নিজ বাসভবনে সম্প্রতি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি পরলোকগমন করেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, পুত্রবধূ এবং এক মেয়ে সহ অনেক আত্মীয় পরিজন এবং গুণমুগ্ধদের রেখে গেছেন। উনার আত্মার চিরশান্তি কামনা করে জেআরসি-র পক্ষ থেকে শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। জিআরসির পক্ষ থেকে সভাপতি সুপ্রভাত দেবনাথ এবং সম্পাদক অভিষেক দে এক বিবৃতিতে শোক জানিয়েছেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img