More
    HomeLocal Newsজেআরসি-র প্রীতি ম্যাচ দিয়ে উদ্বোধন যুবক সংঘের মাঠে প্রাইজমানি ক্রিকেট

    জেআরসি-র প্রীতি ম্যাচ দিয়ে উদ্বোধন যুবক সংঘের মাঠে প্রাইজমানি ক্রিকেট

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। প্রস্তুতি জোর কদমে। হরলাল সাহা স্মৃতি সেভেন এ সাইড দিবারাত্রি প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে। তিন দিনব্যাপী আয়োজিত এই প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট হবে বরদোয়ালি পেট্রোল পাম্পের নিকটে যুবক সংঘ ক্লাব সংলগ্ন মাঠে। উদ্যোক্তা ৩৩ নং ওয়ার্ড যুব মোর্চা। চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ ফুট উচ্চতার সুদৃশ্য ট্রফির সঙ্গে নগদ ১৫০০০ টাকা। রানার্সআপ দল পাবে ট্রফির সঙ্গে নগদ ৭ হাজার টাকা। এছাড়া, ম্যান অব দ্যা সিরিজ রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তিন দিন ব্যাপি আয়োজিত এই প্রতিযোগিতায় নাম জমা দিতে হবে ১ ফেব্রুয়ারির মধ্যে। যুবক সংঘ মাঠের পাশে গৌতম দাসের দোকানে অথবা ৭০৮৫৩২৭৩৮৪ ফোন নম্বরে যোগাযোগ করে এন্ট্রি ফি জমা দেওয়া যাবে। আজ, রবিবার বিকেলে যুবক সংঘের মাঠে কর্পোরেটর অভিজিৎ মৌলিক এর উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানানো হয়। উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি বিকেল চারটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা ক্রিকেট টিমের সঙ্গে সাংবাদিক ক্রিকেটারদের দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের এর মধ্যে একটি প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img