More
    HomeLocal Newsপ্রেসক্লাবের ক্রিকেটে অনির্বাণ এন্ড টিম চ্যাম্পিয়ন, মেঘধন-বাপন-বিপ্লব সেরা

    প্রেসক্লাবের ক্রিকেটে অনির্বাণ এন্ড টিম চ্যাম্পিয়ন, মেঘধন-বাপন-বিপ্লব সেরা

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি।। মাঠে ছিল সাংবাদিক ক্রিকেটারদের সমারোহ। বিভিন্ন মিডিয়া হাউসে কর্মরত ৬০ জনেরও বেশি সাংবাদিকদের উপস্থিতিতে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন সামগ্রিকভাবেই সার্থক হয়েছে বলা চলে। ‌বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অনির্বাণ দেব এর নেতৃত্বাধীন টিম-বি চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে টিম ডি-কে ৭ উইকেট এর ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। প্রসেনজিৎ সাহার নেতৃত্বাধীন বিজিত টিম-ডি পেয়েছে রানার্স খেতাব। এর আগে প্রথম সেমি ফাইনালে টিম-বি ৩০ রানের ব্যবধানে সুমন ঘোষের নেতৃত্বাধীন টিম সি-কে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিল। দ্বিতীয় সেমিফাইনালে টিম-ডি, বিশ্বজিৎ দেবনাথের নেতৃত্বাধীন টিম এ-কে ৩৩ রানের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছিল। ‌ ক্রিকেট আসরে সেরা বোলার, ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পাচ্ছেন চ্যাম্পিয়ন দলের মেঘধন দেব। এছাড়া, সেরা ব্যাটসম্যান ও সেমি-ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পাচ্ছেন বাপন দাস। সেরা ফিল্ডার-এর স্বীকৃতি পেয়েছেন বিপ্লব চন্দ। টুর্নামেন্ট শুরুর আগে মহিলা সাংবাদিকদের মধ্যে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা শুরুর আগে এক বিশেষ অনুষ্ঠানে ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রত্যেক সাংবাদিক খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং পদকে সংবর্ধনা জ্ঞাপন করেন। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি স্পোর্টস কমিটির ভূয়সী প্রশংসা করেন। ভেটারেন সদস্য মনিময় রায় এবং স্পোর্টস কমিটির কনভেনার তথা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাংবাদিক ক্রিকেটার, আম্পায়ার সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। টুর্নামেন্ট চলাকালীন সময়ে প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে এবং স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষও দীর্ঘক্ষন মাঠে থেকে খেলা উপভোগ করার পাশাপাশি খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস এন্ড গেমস ফেস্ট এর সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img