More
    HomeLocal Newsনাইডু ট্রফি: ব্যাটিং ব্যর্থতার দায়ে ঝাড়খন্ডেও লজ্জাজনক হার ত্রিপুরার

    নাইডু ট্রফি: ব্যাটিং ব্যর্থতার দায়ে ঝাড়খন্ডেও লজ্জাজনক হার ত্রিপুরার

    ত্রিপুরা-‌১৩৭ &‌ ১৭৬
    ঝাড়খন্ড-‌৩২১

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। ইনিংসে হারের মতো লজ্জাজনক পরাজয়। দাদা-‌দের মতো ছোট ভাইরাও পরাজয় দিয়ে মরশুম শেষ করলো। তবে দাদা-‌দের পরাজয় ছিলো সন্মানজনক এবং ছোট ভাইদের পরাজয় হলো লজ্জাজনকভাবে। ইনিংস এবং ৮ রানে পরাজিত হলো ত্রিপুরা। ৪ দিনের ম্যাচ শেষ হলো পৌনে ২ দিনেই। অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। বোকারোর বি এস এল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ইনিংসে হারতে হলো রাজ্যদলকে। আসরে ৩২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে গেলো ঝাড়খন্ড। ত্রিপুরার সর্বসাকুল্যে পয়েন্ট ৯। মরশুমে ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি হয়েছে ত্রিপুরার।
    প্রথম দিনের ৪ উইকেটে ১৭৪ রান নিয়ে খেলতে নেমে সোমবার দ্বিতীয় দিনে আরও ১৪৭ রান যোগ করার ফঁাকে শেষ ৬ টি উইকেট হারায় স্বাগতিক ঝাড়খন্ড। দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন রাজন দ্বীপ এবং দলনায়ক সাহিল রাজ। ঠান্ডা মাথায় ব্যাট করে ওই দুজন দলকে পাহাড় চূড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাজন ১১৩ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯০ এবং সাহিল ১০৫ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে কুইনাইন খুরেশি ৫৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং শুভ শর্মা ৪২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। ঝাড়খন্ড ৮০.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩২১ রান করে। ত্রিপুরার প৭ অমিত আলি ১১৮ রানে ৫ টি এবং সন্দীপ সরকার ৯১ রানে ৪ টি উইকেট দখল করেন। ১৮৪ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে‌ ৪৯ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রান করে।দুই ওপেনার শচীন শর্মা এবং নবারূণ চক্রবর্তী শুরুটা ভালো করেছিলেন। ওপেনিং জুটিতে দু-‌জন ১০৩ বল খেলে ৬৬ রান যোগ করেন। এরপরই ধ্বস নামে ত্রিপুরার শিবিরে। শচীন ৭১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ এবং নবারূণ ৫৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে তন্ময় ঘোষ ৫২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৭, অমিত আলি ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫, দেবরাজ দে ৩৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং সন্দীপ সরকার ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ঝাড়খন্ডের পক্ষে মনিষী ৪৬ রানে ৭ টি এবং ওম সিং ৬০ রানে ২ টি উইকেট দখল করেন। ম্যাচে ১৩ টি উইকেট দখল করেন মনিষী।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img