ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। রাজ্য পুলিশের ১৫০বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্যেই চলছে বিভিন্ন খেলাধুলা। উদ্যোক্তা রাজ্য পুলিশ। রাজ্যের প্রত্যেকটি জেলাতে কোথাও প্রীতি ফুটবল ম্যাচ তো কোথাও প্রীতি ক্রিকেট ম্যাচ হচ্ছে পুলিশ ও সিভিলিয়ানদের মধ্যে। এতে সাংবাদিকরা ও অংশগ্রহণ করছেন বিভিন্ন জেলা তথা মহকুমায়। এরই অঙ্গ হিসেবে সোমবার গোটা রাজ্যের সঙ্গে আগরতলাতে ও পুলিশ মাঠে সম্পন্ন হলো ভলিবল ও ফুটবল। ব্যাপক উৎসাহ নিয়ে এতে অংশগ্রহণ করলেন পুলিশের খেলোয়াড়েরা। আসরের উদ্বোধনে খোদ মাঠে ছিলেন পশ্চিম জেলার এস পি কিরণ কুমার কে সহ অন্যান্য আধিকারিকরা। নেশা থেকে রাজ্যের যুব সমাজকে বাঁচাতেই রাজ্য পুলিশের এই ধরণের উদ্যোগ। ম্যাচ শুরু হবার পূর্বে অতিথিরা একে একে প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে পরিচিত ও হলেন। দুটো ইভেন্ট বেশ জমজমাট হলো এদিন পুলিশ মাঠে।