ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। বিপ্রদীপ রুদ্র পালের অনবদ্য শতক। সুবাদে অনায়াসেই মর্ডান ক্রিকেট একাডেমিকে হারিয়ে দিলো এডি নগর প্লে সেন্টার। সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে বুধবার এই ঘটনা ঘটলো নর্সিংগড়ের পঞ্চায়েত মাঠে। টস জিতে এডি নগর দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়কের নেয়া এই সিদ্ধান্তকে দারুণভাবে কাজে লাগায় বিপ্রদীপ রুদ্র পাল। উইকেটের এক দিক আগলে বিপ্রদীপ ৮০ বলে নিজের শতক পূরণ করে। তার এই ইনিংসে ১২ টি চার ও দুটি ছয়ের মার শামিল রয়েছে। এছাড়া তুহিন উদ্দিন করে অপরাজিত ২২ রান। অনির্বাণ সাহার ব্যাট থেকে আসে ১০ রান। অতিরিক্ত যোগায় ২৬ রানের ভরসা।সুবাদে ৩৮ ওভারে ৮ উইকেটের বিনিময়ে এডি নগরের স্কোর দাঁড়ায় ২১৩ রানে। বলে মর্ডানের পক্ষে দীপজয় গুরু বিশ্বাস দুটি এবং একটি করে উইকেট নেয় সৌম্যজিত চক্রবর্তী, রাজ পাল ও উজ্বল দেবরা। পাল্টা খেলতে নেমে মর্ডান ক্রিকেট একাডেমি দল নির্ধারিত ৩৮ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২১ রানই করতে সক্ষম হয়। ব্যাটে সৌম্যজিত চক্রবর্তী ৩০, সুরজ সাহা ১১, দীপ জয় গুরু বিশ্বাস ১৭, প্রীতম দাস ১৪ , অর্ঘ দেব নট আউট থাকে ৩১ রানে। সুবাদে ৯২ রানের ব্যবধানে ম্যাচ থেকে জয় হাসিল করে নিলো এডি নগর দল। বল হাতে এডি নগরের পক্ষে তুহিন উদ্দিন তিনটি উইকেট দখল করে। একটি করে উইকেটে ভাগ বসায় দেবাদৃত দত্ত, সুশোভন চক্রবর্তী, শুভঙ্কর দেবনাথরা।