ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি ।। অনূর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা দখল করে তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল। বুধবার তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোশিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন দশমীঘাট মিনি স্টেডিয়ামে তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম বিদ্যালয় বনাম সারদাময়ী বিদ্যাপীঠ বিদ্যালয়ের মধ্যে ফাইনালের লড়াই চলে। প্রথমে টসে জয়লাভ করে সারদাময়ী বিদ্যাপীঠ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এরপর ব্যাট করতে নেমে তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নির্ধারিত ৩৫ ওভারের খেলায় ২১.৫ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওম মোদক সর্বাধিক ৪১ রান করে। বল হাতে সারদা ময়ীর পক্ষে বিক্রম দাস এবং তনয় দাস ৩টি করে উইকেট তুলে নেয়। পরে ৮৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে সারদাময়ী বিদ্যাপীঠ ব্যাট করতে নেমে ২০ ওভারেই সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বিক্রম দাস সর্বাধিক ২৪ রান করে। তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের পক্ষে তিতির সরকার ও অনুরাগ রুদ্রপাল ৩ টি করে উইকেট সংগ্রহ করে। এদিনের ফাইনাল খেলায় তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সারদাময়ী বিদ্যাপীঠকে ৩১ রানে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে নেয়। পরবর্তীতে এই অনূর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণ করে সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার জন্য সবকয়টি দলকে ধন্যবাদ জানিয়েছেন তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোশিয়েশনের সম্পাদক নন্দন রায়। পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী কিছু দিনের মধ্যে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে।