ত্রিপুরা-১২৯
মনিপুর-৮১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। দুর্বার গতিতে এগিয়ে চলছে ত্রিপুরার বিজয় রথ। টানা ২ ম্যাচে জয়লাভ করে গ্রুপের শীর্ষে ত্রিপুরা। অনূর্ধ্ব-২৩ বালিকাদের টি-২০ ক্রিকেটে। রবিবার বারাসত মাঠে অনুষ্ঠিত আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ৪৮ রানে পরাজিত করলো দুর্বল মনিপুরকে। জয় পেলেও ত্রিপুরার ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে হলো টিম ম্যানেজমেন্টকে। ত্রিপুরার গড়া ১২৯ রানের জবাবে মনিপুর ৮১ রান করতে সক্ষম হয়। ৩০ জানুয়ারি ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ত্রিপুরা মাত্র ১২৯ রান করতে সক্ষম হয়। শেষ উইকেটে রিফু দেববর্মা এবং দেবাদ্রিতা দেব যদি ২৭ রানের পার্টনারশীপ না করতেন তাহলে ত্রিপুরা চাপ নিয়েই বল হাতে মাঠে নামতো। ত্রিপুরার পক্ষে দেবাদ্রিতা দেব ৯৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ত্রিপুরার পক্ষে রিফু দেববর্মা ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০, সেবিকা দাস ৬৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং অন্তরা দাস ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৫ রান। মনিপুরের পক্ষে খোলবাম বান্টি ২১ রানে এবং টি এইচ মাঙ্গাসানা ২৪ রানে ৪ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার আটোসাটো বোলিংয়ের সামনে মনিপুর মাত্র ৮১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নিরুতা ৩২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬, এল লিনথই ২৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং তানিয়া নিংথোজাম ৮৪ বল খেলে ১২ রান করেন। ত্রিপুরার পক্ষে অম্বেষা দাস ৭ রানে ৩ টি এবং রিফু দেববর্মা ১৮ রানে ২ টি উইকেট দখল করেন।