ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। রঞ্জি ট্রফির ত্রিপুরা স্কোয়াড এখন গুজরাটে। বিমান একটু বিলম্বিত হলেও আজ, মঙ্গলবার রাতের মধ্যেই ত্রিপুরা দলের ১৬ জন ক্রিকেটার আহমেদাবাদে পৌঁছে গেছেন। চার জন আগামীকাল দলের সঙ্গে যুক্ত হবেন। খেলা শুরু ২ ফেব্রুয়ারি থেকে। রঞ্জি ট্রফির ত্রিপুরা দলের পঞ্চম ম্যাচ। প্রতিপক্ষ গুজরাট। খেলা আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়াম গ্রাউন্ড বি-তে। ২ থেকে ৫ ফেব্রুয়ারি ত্রিপুরা গুজরাট ম্যাচের শেষে ষষ্ঠ ম্যাচ খেলতে ত্রিপুরা দল চন্ডিগড়ে পাড়ি দেবে। খেলা চন্ডিগড়ের সেক্টর ১৬তে, ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিপক্ষ চন্ডিগড়। দুটো ম্যাচের জন্যই টিসিএ-র সি ও এ তথা কমিটি অফ এডমিনিস্ট্রেটর একসঙ্গে রাজ্য দল ঘোষণা করেছেন। স্কোয়াডে ২০ জনকে এবং স্ট্যান্ডবাই-এ রাখা হয়েছে আরও ১০ জনকে। কুড়ি সদস্য বিশিষ্ট রাজ্য রঞ্জি দল এইরকম: – বিক্রম কুমার দাস, বিশাল ঘোষ, শ্রীদাম পাল, সুদীপ চ্যাটার্জী, গণেশ সতীশ, ঋদ্ধিমান সাহা, মণি শংকর মুড়া সিং, বিক্রম দেবনাথ, পারভেজ সুলতান, রানা দত্ত, অভিজিৎ সরকার, শংকর পাল, অর্জুন দেবনাথ, নিরুপম সেন, রিমন সাহা, জয়দেব দেব, সঞ্জয় মজুমদার, দেবপ্রসাদ সিনহা, বাবুল দে, জয়দীপ ভট্টাচার্য। স্ট্যান্ড বাই হিসেবে যাঁদের রাখা হয়েছে, তাঁরা হলো- কুশল আচার্য, ভিকি সাহা, জয়দীপ বণিক, শুভম ঘোষ, সৌরভ দাস, অজয় সরকার, সম্রাট সূত্রধর, পল্লব দাস, অমরেশ দাস, রজত দে।