ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। জয় শ্রী রাম ওপেন প্রাইজ মানি দাবা প্রতিযোগিতা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি। উদ্যোক্তা ধলেশ্বর জেল আশ্রম রোডস্থিত ভারত তীর্থ ক্লাব। অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের সহযোগিতায় একদিনের এই ওপেন দাবা প্রতিযোগিতায় প্রথম থেকে দশম পর্যন্ত প্রত্যেককেই প্রাইজমানি প্রদান করা হবে। প্রথম তিনজনের জন্য রয়েছে সুদৃশ্য ট্রফিও। এছাড়া, বয়সভিত্তিক ক্যাটেগরি প্রাইজ এবং সেরা ভেটারেন (৫০ বছরের উর্ধ্বে) দাবারুদের জন্য রয়েছে চারটি ট্রফি। এছাড়া, ক্লাব সদস্য দাবাড়ুদের জন্য রয়েছে চারটি বিশেষ পুরস্কার। একদিনের এই টুর্নামেন্টে খেলা হবে ৬ রাউন্ডের। রিপোর্ট করতে হবে সকাল সাড়ে নটার মধ্যে। প্রথম রাউন্ডের খেলা শুরু সকাল দশটায়। অংশগ্রহণেচ্ছু দাবাড়ুদের ভারত তীর্থ ক্লাবে অথবা অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের অফিসে যোগাযোগ করে নির্দিষ্ট এন্ট্রি ফি সহ নাম জমা দিতে আহবান করা হচ্ছে।