More
    HomeSports Newsসোম্রাংশু, ছোটনের প্রয়াস ব্যর্থ জি বি-কে ছাপিয়ে অনুরাগীর ৩ পয়েন্ট

    সোম্রাংশু, ছোটনের প্রয়াস ব্যর্থ জি বি-কে ছাপিয়ে অনুরাগীর ৩ পয়েন্ট

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি।। অনেকটা এগিয়েছিল জিবি প্লে সেন্টার। তখনো ৩০০ রান ছুঁতে চার রান বাকি ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হল জিবি প্লে সেন্টার ৩ শতাধিক রান করে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ক্রিকেট অনুরাগী শেষ পর্যন্ত প্রথম ইনিংসে লিড নিতে সক্ষম হলো জিবি প্লে সেন্টারকে এক পয়েন্ট দিয়ে ম্যাচ ড্রয়ের কারণে নিজেদের পকেটে ৩. সংগ্রহ করে নিল।
    বড় স্কোর গড়লো ক্রিকেট অনুরাগী। ব্যাটসম্যান-‌রা নিজেদের দায়িত্ব পালন করলো যথাযথ ভালো। এখন দলকে সাফল্য এনে দিতে মূখ্য ভূমিকা নিতে হবে বোলারদের। রবিবার শেষ দিনে বোলাররা জ্বলে উঠলেই সাফল্য পাবে ক্রিকেট অনুরাগী। সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটের সুপার ফোরে। কাঠিয়া বাবা স্কুলের নবম শ্রেণীর ছাত্র যথার্থ সিনহার দুরন্ত শতরানে বড় স্কোর গড়তে সক্ষম হয়েছে ক্রিকেট অনুরাগী। নরসিংগড় পঞ্চাযেত মাঠে শনিবার সকালে টসে জয়লাভ করে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাট নেয়। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে অনুরাগীকে বড় স্কোর গড়াতে যথার্থের পাশাপাশি বড় ভূমিকা নেয় জলনায়ক সৃজন দেব এবং শাহিন জামান চৌধুরি। ওই ত্রয়ীর হাত ধরেই অনুরাগী ৮৬.‌৫ ওভারে ৩২৪ রান করে। লিয়েনে খেলতে আসা যথার্থ ১৯৪ বল খেলে ২৪ টি বাউন্ডারির সাহায্যে ১৩৯ রান করে। ওই প্রতিভাবান ব্যাটসম্যানটির ইনিংসে ছিলো দর্শনীয় কিছু শট। এছাড়া দলের পক্ষে সৃজন ১০৪ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৭৬ এবং শাহিন ৮৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করে। ওই ত্রয়ীই কার্যত জি বি প্লে সেন্টারের বোলারদের শাসন করে। জি বি-‌র পক্ষে ছুটন মিঁয়া ৭৯ রানে ৩ টি এবং সৌম্রাংশু পাল ৬৩ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ১ ওভার ব্যাট করে কোন্ উইকেট না হারিয়ে জি বি ২ রান করে। রবিবার বোলারদের দিকে তাকিয়ে থাকবেন অনুরাগীর টিম ম্যানেজমেন্ট।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img