ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ৪ ফেব্রুয়ারি।। মহারাষ্ট্রের পুনে শহরে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪৪ তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় বিগত দিনের মতো এবারও অংশ নেবে ত্রিপুরা। তবে এবারই প্রথমবারের মতো জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্সে রেকর্ড সংখ্যক প্রতিযোগী অংশ নিতে চলেছে। মোট ৬৭ জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশ নেবে প্রতিযোগিতায়। আগামী ৯ ফেব্রুয়ারি রেল পথে রাজ্যের প্রতিনিধিরা মহারাষ্ট্রের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে। এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়ারদের এক অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা জানালো ত্রিপুরা মাস্টার্স অ্যাথলেটিকস এসোসিয়েশন। রবিবার আগরতলা এনএসআরসিসিতে অনুষ্ঠিত হয় এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।