More
    HomeSports Newsএগিয়ে চলো সংঘ লিড পেলেও রান রেটের নিরিখে রানার্স অনুরাগী

    এগিয়ে চলো সংঘ লিড পেলেও রান রেটের নিরিখে রানার্স অনুরাগী

    ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। দুর্ভাগ্য এগিয়ে চলো সংঘের ক্ষুদে ক্রিকেটারদের। একটা মাত্র উইকেটের জন্য এবারকার রানার্স আপ ট্রফিটা হাতছাড়া হলো এগিয়ে চলো সংঘের। সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। পক্ষান্তরে স্রেফ একটা উইকেট কে জিইয়ে রেখে ক্রিকেট অনুরাগী, এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ টা কে ড্র তে নিষ্পত্তি করার মধ্য দিয়ে এক পয়েন্ট পেয়ে সার্বিকভাবে রান রেটের নিরিখে রানার্সআপ খেতাবটাই জিতে নিল। সুপার লিগের প্রথম ম্যাচে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ম্যাচে, প্রথম ইনিংসে লিড নেওয়ায় ৩ পয়েন্ট প্রাপ্তির পর আজ, বুধবার তৃতীয় রাউন্ডের খেলায় এগিয়ে চলো সংঘ কে রুখে দিয়ে এক পয়েন্ট পেয়ে আখেরে রানার্সআপ ট্রফিতে এবারকার মতো সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রিকেট অনুরাগী কে। সুপার ফোর এর তিন ম্যাচ থেকে নয় পয়েন্ট পেয়ে চাম্পামুড়া চ্যাম্পিয়ন খেতাব ছিনিয়ে নিলে অবশিষ্ট তিন দল ক্রিকেট অনুরাগী, জিবি প্লে সেন্টার এবং এগিয়ে চলো সংঘ ৫ করে পয়েন্ট পেলেও রান রেটের নিরিখে ০.৯৮৪ পেয়ে ক্রিকেট অনুরাগী রানার্সআপ, ০.৮৬৬ পয়েন্ট পেয়ে জি বি প্লে সেন্টার তৃতীয় এবং ০.৮১৫ পয়েন্ট পেয়ে এগিয়ে চলো সংঘ চতুর্থ স্থান পেয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে মঙ্গলবার ম্যাচের প্রথম দিনের খেলায় টস জিতে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাটিংয়ের সুবিধা নিয়ে ৫২.৫ ওভারে ১৮২ রানে ইনিংস শেষ করলে, জবাবে ক্রিকেট অনুরাগী দিনের খেলা শেষে চার উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেছিল। আজ ম্যাচের অন্তিম দিনে ক্রিকেট অনুরাগী আরও ৪৯ রান যোগ করে ১৪৯ রানে ইনিংস শেষ করলে এগিয়ে চলো সংঘ ৩৩ রানের লিড পায়। অতঃপর এগিয়ে চলো সংঘ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ৪৪.৩ ওভারে ১১৮ রান সংগ্রহ করে ইনিংস শেষ করলে ক্রিকেট অনুরাগীর সামনে জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। অনুরাগীর ক্রিকেটাররা যথেষ্ট চেষ্টা করলেও শেষ পর্যন্ত ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করলে ড্র তে ম্যাচের নিষ্পত্তি হয়। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে এগিয়ে চলো সংঘ ৩ পয়েন্ট পেয়েছে। তবে প্রথম দুটি ম্যাচে এগিয়ে চলো সংঘ পিছিয়ে থাকায় এবারের মতো সাফল্য অধরা থেকে যায়। সরাসরি জয় এবং প্রথম ইনিংসে লিড, দুটোই হাতছাড়া হলেও রান রেটের সৌজন্যে ক্রিকেট অনুরাগী রানার্সআপ খেতাব পায়। ব্যাটার্সদের মধ্যে ক্রিকেট অনুরাগীর অয়ন রায়ের ৫০ রান এবং বোলারদের মধ্যে এগিয়ে চলো সংঘের মাহিন চৌধুরীর ৫৪ রানে সাত উইকেট দখল এই ম্যাচের উল্লেখযোগ্য বিষয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img