ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। তেলেঙ্গানার করিমনগরে হলো ইনদো-নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই আসরে গ্রূপ চ্যাম্পিয়ন হলো রাজ্য দলের খেলোয়াড়েরা। ৩-৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়া এই ক্যারাটে চ্যাম্পিয়ন শিপে রাজ্যের হয়ে ৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে এবং পদকও অর্জন করলো রাজ্যের খেলোয়াড়েরা। বুধবার অলিম্পিক ভবনে পদক জয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন এিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়, টি আর পি সি-র চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া সহ অন্যান্যরা। প্রত্যেক খেলোয়াড়কে উত্তরীয় এবং পুষ্প স্তবক দিয়ে অভিবাদন জানানো হলো তাদের এই দারুণ সাফল্যের জন্য।